টি ২০-তে রেকর্ড, মাত্র ৩৫ বলে বিস্ফোরক সেঞ্চুরি মিলারের
নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরক বললেও কম বলা হয়। বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ ম্যাচে রেকর্ড গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়ে দিলেন। এর আগে ওই রেকর্ড ছিল রিচার্ড লেভির দখলে। লেভি ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
কেরিয়ারের ৫৭তম টি ২০ ম্যাচে এই প্রথম সেঞ্চুরি করলেন মিলার। দক্ষিণ আফ্রিকা দলে নিয়মিত এই ব্যাটসম্যান একদিনের ম্যাচে এখনও পর্যন্ত ৪টি সেঞ্চুরি করেছেন।
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ২২৪ রান করে দক্ষিণ আফ্রিকা। শেষপর্যন্ত ৩৬ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন মিলার। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি ছয় ও ৭টি চার।
বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজে ইতিমধ্যেই প্রথম ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হারতে পারে বলে মনে করা হচ্ছে।