দলকে বাঁচাতে দলের অধিনায়কই অর্থ দান করলেন
ফুটবলে নজিরবিহীন ঘটনা। দলকে আর্থিক ভরাডুবি থেকে বের করতে দলের অধিনায়কই অর্থ দান করলেন। ঘটনাটি ঘটেছে আফ্রিকান ফুটবলে। রিও অলিম্পিকে অংশ নিতে চলা আফ্রিকা দলকে তিরিশ হাজার মার্কিন ডলার দান করলেন অধিনায়ক ওবি মিকেল। বেশকিছু দিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছে আফ্রিকা ফুটবল দল। ফলে অলিম্পিকের প্রস্তুতি ব্যাঘাত ঘটছিল দলের। তাই দলকে ভরাডুবি থেকে বের করতে ফেডারেশনের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন আফ্রিকা দলের কোচ। তারপরই দলকে সাহায্য করতে অর্থদান করলেন মিকেল। সারা বিশ্বের কাছে এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মত বিশেষজ্ঞদের।
![দলকে বাঁচাতে দলের অধিনায়কই অর্থ দান করলেন দলকে বাঁচাতে দলের অধিনায়কই অর্থ দান করলেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/29/61964-10africa.jpg)
ব্যুরো: ফুটবলে নজিরবিহীন ঘটনা। দলকে আর্থিক ভরাডুবি থেকে বের করতে দলের অধিনায়কই অর্থ দান করলেন। ঘটনাটি ঘটেছে আফ্রিকান ফুটবলে। রিও অলিম্পিকে অংশ নিতে চলা আফ্রিকা দলকে তিরিশ হাজার মার্কিন ডলার দান করলেন অধিনায়ক ওবি মিকেল। বেশকিছু দিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছে আফ্রিকা ফুটবল দল। ফলে অলিম্পিকের প্রস্তুতি ব্যাঘাত ঘটছিল দলের। তাই দলকে ভরাডুবি থেকে বের করতে ফেডারেশনের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন আফ্রিকা দলের কোচ। তারপরই দলকে সাহায্য করতে অর্থদান করলেন মিকেল। সারা বিশ্বের কাছে এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মত বিশেষজ্ঞদের।