১৩৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা, ফলো অন করালেন বিরাট কোহলি
ওয়েব ডেস্ক: ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল চান্দিমলদের ব্যাটিং। ১৩৫ রানে গুটিয়ে গেল তারা। ৪০ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার পর ফলো অন করালেন বিরাট কোহলি। আবার ব্যাট করতে নেমেছেন লঙ্কার দুই ওপেনার।
গতকাল দারুণ সূচনা করেছিলেন ভারতের দুই ওপেনার। কে এল রাহুল ও শিখর ধবন ঝড়ের গতিতে রান তুলছিলেন। দুজনের যুগলবন্দিতে ওঠে ১৮৮ রান। শতরান করেন ধবন। তারপর থেকে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে। সকালে শুরুতেই আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। তবে চারশো রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারেনি শ্রীলঙ্কা। হার্দিক পাণ্ডিয়া টিটোয়েন্টির গতিতে সেঞ্চুরি করেন। ৯৬ বলে ১০৮ করে আউট হন হার্দিক। প্রথম ইনিংসে ভারত ৪৮৭ রানের বিশাল রান খাঁড়া করে।
শ্রীলঙ্কার দুই ওপেনারকে চটজলদি ফিরিয়ে শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সামি। সেই ধাক্কা থেকে বেরোতে পারেননি লঙ্কার ব্যাটসম্যানরা। ৪৮ রান করেন দীনেশ চান্ডিমল। কুলদীপ যাদব তুলে নেন ৪ উইকেট। সামি ও অশ্বিন নেন দুটি করে উইকেট।
Job well done and captain @imVkohli asks young @imkuldeep18 to lead and walk out. #TeamIndia enforce the follow-on #SLvIND pic.twitter.com/AkwQkdAW0i
— BCCI (@BCCI) August 13, 2017
আরও পড়ুন,পাণ্ডিয়ার 'পাওয়ার ব্যাটিংয়ের' সৌজন্য তৃতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত