কলকাতার লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন ‘বস’, উগড়ে দিলেন ক্ষোভও
‘দাদা’র শহরে এসে এবারও ‘দাদাগিরি’ করে গেলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈষাণ কিষণরা। আর বিষয়টি একেবারেই হজম করতে পারছেন না কলকাতা দলের ‘বস’ শাহরুখ।
নিজস্ব প্রতিবেদন: এবারও মুম্বই ফাঁড়া কাটল না কলকাতার। প্রথমে ওয়াংখেড়ে, আর তারপর ইডেন, মুম্বইয়ের কাছে ঘরে-বাইরে ২ ম্যাচেই লজ্জাজনক হার শাহরুখের দলের। এই নিয়ে টানা ৮ বার আম্বানির দলের কাছে হারল ‘উত্সবের শহর’। ‘দাদা’র শহরে এসে এবারও ‘দাদাগিরি’ করে গেলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈষাণ কিষণরা। আর বিষয়টি একেবারেই হজম করতে পারছেন না কলকাতা দলের ‘বস’ শাহরুখ।
Sports is about the spirit & wins/losses don’t reflect that. But tonite as the ‘Boss’ I need to apologise to the fans for the lack of spirit
— Shah Rukh Khan (@iamsrk) May 9, 2018
আরও পড়ুন- ক্রিকেটকে বিদায় জানাবেন বদ্রীনাথ
বুধবার মুম্বইয়ের কাছে ১০২ রানে হেরেছে কলকাতা। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হারের সম্মুখীন হয়ে কার্যত চটেই গিয়েছেন ‘খান দাদা’। কার্তিকের কলকাতা যেভাবে ‘আত্মসমর্পণ’ করেছে তাতে শাহরুখের মনে হয়েছে ক্রিকেটের ‘স্পিরিট’-টাই হারিয়েছে তাঁর দল।
আরও পড়ুন- ‘ফার্স্ট ক্রাশ’-এর কথা স্ত্রীকে জানাতে মানা করলেন ধোনি!
নাইট অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে টুইটে কিং খান লিখেছেন, “খেলায় একটা স্পিরিট থাকে এবং তা কেবল হার-জিতের মাধ্যমে প্রতিফলিত হয় না। সেই প্রাণশক্তি আজ চোখেই পড়েনি। সে জন্য আমি দলের মালিক হিসেবে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি”।
T 2801 - Last night IPL .. Mumbai Indians vs KKR .. MI '102 not out' vs KKR .. pic.twitter.com/sbQ4FtIxVM
— Amitabh Bachchan (@SrBachchan) May 10, 2018