Sunil Gavaskar | Sarfaraz Khan: 'ফ্যাশন শো-তে গিয়ে মডেলদের বেছে খেলান'! সরফরাজকে দলে না নেওয়ায় ফুঁসছেন সানি

Sunil Gavaskar Slams Selectors For Ignoring Sarfaraz Khan: অতিরিক্ত ওজনের জন্যই নাকি সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাননি। এবার এই ইস্যুতেই নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর

Updated By: Jan 20, 2023, 05:46 PM IST
Sunil Gavaskar | Sarfaraz Khan: 'ফ্যাশন শো-তে গিয়ে মডেলদের বেছে খেলান'! সরফরাজকে দলে না নেওয়ায় ফুঁসছেন সানি
নির্বাচকদের ধুয়ে দিলেন গাভাসকর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে আগুনে পারফরম্যান্স তাঁর। এরপরেও সরফরাজ খান (Sarfaraz Khan) ভারতীয় দলে ব্রাত্য। জাতীয় দলের নির্বাচকদের একহাত নিয়ে, চেতন শর্মাকে 'মিথ্যাবাদী' বলে অভিযোগও করেছেন তিনি। যদিও তার পরদিনই মুম্বইয়ের ব্যাটার দিল্লির বিরুদ্ধে রঞ্জিতে আরও একটি ঝকঝকে শতরান করে নির্বাচকদের বার্তা দিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি করা হয়ে গিয়েছে সরফরাজের। সরফরাজকে জাতীয় দলে সুযোগ না দেওয়ার জন্য এবার ফুঁসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রো সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। অনেকের মতে সরফরাজের জাতীয় দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ তাঁর বাড়তি ওজন। এবার এই ইস্যুতে সরফরাজের সমালোচকদের একাই বুঝে নিলেন গাভাসকর। চেতন শর্মাদের ধুয়ে দিলেন তিনি। 

গাভাসকর এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'সরফরাজ মাঠের বাইরে থেকে সেঞ্চুরি করছে না। ও মাঠেই ফিরে এসেছে। বুঝিয়ে দিচ্ছে যে, ক্রিকেটের জন্য ও ফিট। যদি আপনারা স্লিম ও ট্রিম ছেলেদের খোঁজে থাকেন, তাহলে আপনারা ফ্যাশন শো-তে গিয়ে মডেলদের বাছুন। তারপর তাদের হাতে ব্যাট-বল তুলে দিন। ওদের নিয়েই দল করুন। ক্রিকেটাররা সবরকম আকার ও আকৃতিতেই থাকবে। সাইজ দেখবেন না, রান আর উইকেট দেখুন'।  ২০২১-২২ রঞ্জি মরসুমে সরফরাজ ছিলেন সর্বাধিক স্কোরার। মাত্র ৬ ম্যাচের ৯ ইনিংসে ৯৮২ রান করেছিলেন। গড় ১১২.৭৫। ৬৯.৫৪ স্ট্রাইক রেট নিয়ে করেছিলেন ৪টি শতরান ও ২টি অর্ধ শতরান। সর্বোচ্চ ২৭৫। চলতি রঞ্জি মরসুমেও বাইশ গজে দাপট দেখাচ্ছেন এই মুম্বইকর। এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন তিনি। ৮ ইনিংসে তাঁর মোট রান ৫৫৬। গড় ১১১.২০। স্ট্রাইক রেট ৭২.৫৮। সঙ্গে রয়েছে ৩টি শতরান ও ১টি অর্ধ শতরান। শুধু রঞ্জি ট্রফি নয়। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ঝড় তুলেছিলেন তিনি। মনে করা হয়েছিল যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে দলে নেওয়া হবে। কিন্তু চেতন শর্মার কমিটি তাঁকে ব্রাত্যই করে রেখেছে। সাদা বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে দলে এসেছেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।

আরও পড়ুনSarfaraz Khan | Venkatesh Prasad: 'ওর চেয়ে বেশি ওজনের অনেকেই আছে'! সমালোচকদের একা বুঝে নিলেন প্রসাদ

কিছুদিন আগে ভেঙ্কটেস প্রসাদও একহাত নিয়েছিলেন নির্বাচকদের। প্রসাদ ট্যুইটারে সরফরাজের ইনিংসের ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, 'তিনটি ব্লকবাস্টার ঘরোয়া মরসুমের পরেও সরফরাজকে টেস্ট দলে সুযোগ দেওয়া হল না। এটা শুধুই অন্যায় নয়, এটা ঘরোয়া ক্রিকেটের প্রতিও অবিচার করা। বুঝিয়ে দেওয়া হচ্ছে এই মঞ্চের কোনও গুরুত্বই নেই। ও ফিট বলেই এই রান করতে হচ্ছে। আর যদি ওজনের কথা ওঠে, তাহলে বলব, ওর চেয়ে বেশি ওজনের অনেকেই আছে।' বোঝাই যাচ্ছে যে, সরফরাজকে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সফরে সুযোগ না দেওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.