ধোনির অবসর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

সোশ্যাল মিডিয়াতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 15, 2020, 10:25 PM IST
ধোনির অবসর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট জগতে একের পর এক তারকার অবসর ঘোষণা। মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন সুরেশ রায়না। সোশ্যাল মিডিয়াতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে রায়না লেখেন, "তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। তাই গর্বের সঙ্গে আমি জানাচ্ছি তোমার সঙ্গে আমিও একই সফরে চললাম।ধন্যবাদ ভারত। জয় হিন্দ।

 

 

 

২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সুরেশ রায়নার। একশোরও বেশি ওয়ান ডে খেলার পর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। দেশের হয়ে মাত্র ১৮টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৭৬৮ রান। অন্যদিকে ২২৬ টি একদিনের ম্যাচে রায়নার সংগ্রহ ৫৬১৫ রান। পাঁচটি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৮টি  টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। করেছেন ১৬০৫ রান। রয়েছে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৩, ৩৬ এবং ১৩টি উইকেট নিয়েছেন সুরেশ রায়না।

আরও পড়ুন - রান আউটে শুরু...রান আউটে শেষ! সাফল্যের মোড়কে ১৫ বছরের বর্ণময় ক্রিকেটিয় কেরিয়ার মাহির

.