আমিরশাহিতে আইসোলেশনে কী করছেন সুরেশ রায়না, দেখুন ভিডিয়ো
আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে।
স্বাধীনতা দিবসের দিনই মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে বসেন সুরেশ রায়নাও। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা আপাতত তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস ট্রেনিংয়ে।
সেই ভিডিয়োতেই দেখা গেল গগনচুম্বী বর্জ খালিফার একটা ঝলকও। এই ছয় দিনের আইসোলেশনে থাকাকালীন তিনবার কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনের অনুমতি।
আরও পড়ুন - খেলরত্ন সম্মান ভক্তদের উত্সর্গ করলেন রোহিত শর্মা