নির্বাসনের `রেফারি ভিলেন` তত্ত্বও ধোপে টিকছে না

বিতর্কিত ডার্বি ম্যাচের  পর মোহনবাগান কর্তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সেই ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানকে। মোহনবাগান কর্তাদের দাবি ছিল বিষ্ণু চৌহান ওডাফাকে লালকার্ড দেখানোর পর থেকেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। কিন্তু তথ্য বলছে,এবারের আই লিগে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন ডার্বি ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানই।

Updated By: Jan 1, 2013, 08:14 PM IST

বিতর্কিত ডার্বি ম্যাচের  পর মোহনবাগান কর্তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সেই ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানকে। মোহনবাগান কর্তাদের দাবি ছিল বিষ্ণু চৌহান ওডাফাকে লালকার্ড দেখানোর পর থেকেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। কিন্তু তথ্য বলছে,এবারের আই লিগে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন ডার্বি ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানই।
আই লিগের প্রতি ম্যাচের পর রেফারিকে নম্বর দেন ফিফার রেফারি ইনস্ট্রাক্টর আর এসেসার প্রাক্তন ফিফা রেফারি শঙ্কর। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৯ ডিসেম্বর মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ছিল ৬৮ নম্বর ম্যাচ। আগের সবকটা ম্যাচের মধ্যে বিষ্ণু চৌহানকে ১০ মধ্যে ৯.৫ নম্বর দিয়েছেন শঙ্কর। যা আগের কোনও ম্যাচের রেফারি পাননি।

.