জন্ম তারিখ এবং কেরিয়ারের শেষে তাঁর মোট রানের সংখ্যাও এক্কেবারে এক!
এক ক্রিকেটার যে দিনে জন্মালেন, তার কেরিয়ারে রানের সংখ্যাও হল তাই! এমনটা হয় নাকি? বাস্তব বলছে হয়। ক্রিকেটে সব হয়।
ওয়েব ডেস্ক: এক ক্রিকেটার যে দিনে জন্মালেন, তার কেরিয়ারে রানের সংখ্যাও হল তাই! এমনটা হয় নাকি? বাস্তব বলছে হয়। ক্রিকেটে সব হয়।
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্টের জীবনেও এমনটাই ঘটেছে!
প্রাক্তন এই ইংরেজ অধিনায়ক জন্মেছেন ৮ এপ্রিল ১৯৬৩ সালে। তার মানে লিখতে গিয়ে সংখ্যাটা হয়েছে ৮৪৬৩। কি তাই তো?
মজার কথা ১৩৩ টা টেস্ট ম্যাচ খেলে অ্যালেক স্টুয়ার্ট যখন অবসর নিলেন ক্রিকেট থেকে, তখন তাঁর টেস্ট কেরিয়ারের রানের সংখ্যা দাঁড়ালো আট হাজার চারশো তেষট্টি রান। মানে, ৮৪৬৩!
না, অ্যালেক স্টুয়ার্ট ছাড়া ক্রিকেট ইতিহাসে এমন অদ্ভূত ঘটনা আর কারও সঙ্গে ঘটেনি।