কোথায়, কখন দেখবেন ভারতের বিশ্বকাপে ছাড়পত্রের ম্যাচ; জেনে নিন
কুয়ালালামপুরের পেটালিং জায়া স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে ৬:১৫ মিনিটে শুরু হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন : আজ মালেশিয়ায় অগ্নিপীক্ষায় নামছে অনূর্ধ্ব ১৬ ভারতীয় ফুটবল দল। সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে আন্ডারডগ হিসেবে শুরু করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। ২০১৯ সালের পেরুতে অনুষ্ঠিত হতে চলা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা তরুণ ভারতীয় ফুটবল দল কোরিয়ান কাঁটা উপড়ে ফেলতে মরিয়া আজ।
The Indian lads look excited as they 'head' towards scripting history! #KORvIND #AFCU16 #IndianFootball #BackTheBlue #StarsOfTomorrow pic.twitter.com/R0sQoXIGQX
— Indian Football Team (@IndianFootball) October 1, 2018
২০১৭ সালে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল। কিন্তু ২০১৯ সালে পেরুতে যুব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠতেই হবে ভারতীয় দলকে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত ভারতের। নীরজ-বিক্রমদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি। গোটা দলকে তাতাচ্ছেন কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। তরুণ ভারতীয় ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সিনিয়র দলের ফুটবলাররাও।
Good luck to U-16 @IndianFootball boys who face South Korea in the AFC U-16 quarter finals. Come on boys lets do this #AFCU16Championship #BackTheBlue
— Sandesh Jhingan (@SandeshJhingan) October 1, 2018
Wishing U-16 @IndianFootball team all the very best pic.twitter.com/ZbzZuliogC
— Anas Edathodika (@anasedathodika) October 1, 2018
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন এআইএফএফ -র সভাপতি প্রফুল প্যাটেল এবং আইএসএলে জামশেদপুর এফসিতে খেলতে আসা অস্ট্রেলিয়ার বিশ্বকাপার টিম কাহিলও।
You have worked hard and prepared for this day. Believe in yourself and in what you can achieve, and things will line up in your favor.
Good luck boys! @IndianFootball #WeAreIndia #BackTheBlue #AsianDream #India #football pic.twitter.com/tdLNBHQuAT— Praful Patel (@praful_patel) October 1, 2018
Good luck https://t.co/pdJXKdUinG
— TIM CAHILL (@Tim_Cahill) October 1, 2018
কোরিয়ানদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও পর্যায়ে জিততে না পারা ভারতীয় ফুটবল দল সোমবার মালয়েশিয়ার মাটিতে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কুয়ালালামপুরের পেটালিং জায়া স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে ৬:১৫ মিনিটে শুরু হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস-২ এবং স্টার স্পোর্টস ২ এইচডি তে।
India U16 stay a win away from qualifying to the @FIFAcom U17 World Cup. Cheer to #BackTheBlue #WeAreIndia@theafcdotcom U16 Championship quaterfinal live on @StarSportsIndia.
#IndianFootball #KORvIND #StarsOfTomorrow pic.twitter.com/wt2bS1myNx
— Indian Football Team (@IndianFootball) September 30, 2018