গতবছর লাহোরে তুষারপাত হয়েছিল, গাভাসকরকে পালটা দিলেন শোয়েব

আখতার বলেছিলেন, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য ভারত—পাকিস্তান ম্যাচ আয়োজন করা যেতে পারে।

Updated By: Apr 15, 2020, 08:09 PM IST
গতবছর লাহোরে তুষারপাত হয়েছিল, গাভাসকরকে পালটা দিলেন শোয়েব

নিজস্ব প্রতিবেদন: অনলাইন টক শো- তে শোয়েব আখতার কিছুদিন আগে একটি প্রস্তাব দেন। সেখানে আখতার বলেছিলেন, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য ভারত—পাকিস্তান ম্যাচ আয়োজন করা যেতে পারে। তা হলে তহবিল সংগ্রহে সুবিধা হবে। তবে আখতারের এমন প্রস্তাবের বিরোধিতা করেন কপিল দেব। মুখ খোলেন সুনীল গাভাসকরও।

এ প্রসঙ্গে সানি গাভাসকর বলেন, "দেখুন আমার মনে হয় ভবিষ্যতে কখনও লাহোরে হয়তো তুষারপাতও হতে পারে। কিন্তু ভারত—পাক সিরিজ আর আয়োজিত হতে পারে না। কোনও আইসিসি ইভেন্ট বা বিশ্বকাপে হয়তো ভারত—পাকিস্তান আবার মুখোমুখি হবে। সমর্থকদের এখন ওই ম্যাচ দেখেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দুই দেশের সিরিজ অসম্ভব।"

এবার গাভাসকরকে পালটা দিলেন শোয়েব আখতার। তিনি বলেন, "বাহ সানি ভাই! গত বছরেই আমাদের এখানে লাহোরে তুষারপাত হয়েছে। সুতরাং কোনও কিছুই অসম্ভব নয়।"

 

আরও পড়ুন - সুষ্ঠুভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজনের অভিনব প্রস্তাব দিলেন প্রাক্তন নাইট তারকা

 

.