IND vs PAK | Asia Cup 2023: 'নরকে যাক ভারত, আইসিসি ওদের সরিয়ে দিক'! ফুঁসছেন পাক মহারথী

Javed Miandad has urged ICC to take strict action against India: কেন বারবার পাকিস্তানে আসতে অস্বীকার করবে ভারত! খেপে ব্যোম প্রাক্তন পাক মহারথী জাভেদ মিয়াঁদাদ। বিসিসিআই-কে ধুয়ে দিলেন তিনি। পাশাপাশি আইসিসি-র কাছে তিনি আবেদন করেছেন যে, রোহিত শর্মাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

Updated By: Feb 7, 2023, 06:08 PM IST
IND vs PAK | Asia Cup 2023: 'নরকে যাক ভারত, আইসিসি ওদের সরিয়ে দিক'! ফুঁসছেন পাক মহারথী
ফুঁসছেন জাভেদ মিয়াঁদাদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) ওরফে এসিসি (ACC) গত জানুয়ারি মাসে এশিয়া কাপের (Asia Cup 2023) দামামা বাজিয়ে দিয়েছিল। এসিসি জানিয়ে দেয় যে, আগামী সেপ্টেম্বরে হবে এশিয়া সেরা হওয়ার লড়াই। এবার ৫০ ওভারের ফরম্যাটে খেলা। গতবারের মতো এবারও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ( India vs Pakistan) এক গ্রুপে রয়েছে। এবার এশিয়া কাপের আয়োজক দেশ কিন্তু পাকিস্তান (Pakistan)। তবে বিসিসিআই (BCCI) একেবারেই রাজনৈতিক কারণে সেই দেশে গিয়ে কোনওরকম ক্রিকেট খেলতেই ইচ্ছুক নয়। বিসিসিআই নিজেদের অবস্থানেই অনড় থাকবে। পাকিস্তানে ভারতে খেলতে না যাওয়ার প্রসঙ্গে বিসিসিআই-কে এক হাত নিয়েছে পাকিস্তানের প্রাক্তন মহারথী জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)।

মিয়াঁদাদ এক ইউটিউব ভিডিয়োতে বলেন, 'আমি আগেও বলেছি, ভারত যদি পাকিস্তানে না আসে, আমাদের কিস্যু যায় আসে না। কোনও প্রভাব পড়বে না। আমরা আমাদের ক্রিকেট পাচ্ছি। আইসিসি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে গর্ভনিং বডি হয়ে লাভ কী! সকল দেশের জন্য আইসিসি-র এক নিয়ম করা উচিত। ভারত যতই শক্তিশালী হোক না কেন, আইসিসি-র উচিত ওদের সরিয়ে দেওয়া। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে আসতে না চাইলে, ওরা নরকে যাক। পাকিস্তানের বেঁচে থাকার জন্য ভারতের প্রয়োজন নেই।' মিয়াঁদাদ অন্য় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ভারত ওয়াঘার ওপারের দেশে গিয়ে খেলতে ভয় পায়। কারণ ভারতের দর্শক অত্যন্ত প্রতিক্রিয়াশীল। ভারত পরিণতির ভয়ে পাকিস্তানে যায় না। মিয়াঁদাদ আরও বলেন, 'এসে খেলুক। খেলে না কেন! পালিয়ে যায়। ওরা পরিণতির ভয় পায়। আমাদের সময়েও ওরা খেলতে চাইত না, কারণ সমস্যা হয়ে যাবে। ওখানকার দর্শক নোংরা। ভারত যে কোনও দলের বিরুদ্ধেই হারুক না কেন, ওখানকার লোকজন ঘরে আগুন লাগিয়ে দেয়। আমরা যখন ওদের সঙ্গে খেলতাম, তখন ওদের সমস্যা হয়ে যেত। আমি আইসিসি-কে বলব, বিসিসিআই-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক। একটাই নিয়ম আইসিসি-র করা উচিত। কোনও দেশই যদি এমন ব্যবহার করে, তাহলে তাদের ওপর অ্যাকশন নেওয়া উচিত।  এরকম দলকে বার করে দিক। এমনিই সোজা হয়ে যাবে।'

আরও পড়ুনRavi Shastri, Border Gavaskar Trophy 2023: 'শুরু থেকে বল লাট্টুর মতো ঘোরা চাই!' কার উপর বাজি ধরে আসরে নামলেন শাস্ত্রী? জানতে পড়ুন

এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও অংশ নেবে একটি কোয়ালিফায়ার টিম। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। যেহেতু চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপ। সেহেতু এশিয়া কাপও হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটেই। ওয়ানডে ফরম্যাটেই মূল ফোকাস এখন। টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে ন্যূনতম তিনবার দেখা যাবে 'মাদার অফ অল ব্যাটল'। সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে রোহিত শর্মা  ও বাবার আজমদের।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.