নভেল করোনার জেরে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক! ক্রীড়ামহলে উত্‍কণ্ঠা

অলিম্পিক হলে টোকিওতেই হবে, অন্য কোনও জায়গায় হবে না।

Updated By: Feb 26, 2020, 07:11 PM IST
নভেল করোনার জেরে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক! ক্রীড়ামহলে উত্‍কণ্ঠা

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের আতঙ্কের জের। বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক। একটি সাক্ষাত্কারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের সবচেয়ে পুরনো সদস্য ডিক পাউন্ড।

এক সাক্ষাত্কারে ডিক পাউন্ড জানিয়েছেন টোকিওতে অলিম্পিকের আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মে মাসের শেষে নেওয়া হবে। জুলাই মাসে টোকিওতে অলিম্পিক না হলে অন্য কি অন্য কোনও দেশকে আয়োজনের দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে ডিক জানিয়েছেন, অলিম্পিক হলে টোকিওতেই হবে, অন্য কোনও জায়গায় হবে না। তাছাড়া অলিম্পিকের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হবে না বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক এবং ২৫ জুলাই থেকে প্যারাঅলিম্পিক শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেরে চারজন মারা গিয়েছেন জাপানে। যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে এবছর গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাত্  অলিম্পিক বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি!

 

আরও পড়ুন - ক্রাইস্টচার্চের উদ্দেশে রওনা দেওয়ার ছবি পোস্ট করায় ট্রোল হলেন ভারতীয় ক্রিকেটাররা

.