২০২০ সালের অলিম্পিকের আসর বসবে টোকিওতে
২০২০ সালের অলিম্পিক হবে টোকিওতে। বুয়েনস এয়ারসে অলিম্পিক কমিটির সিলমোহর পেয়েছে টোকিও। স্পেনের মাদ্রিদ, তুরস্কের ইস্তানবুল এবং জাপানের টোকিওর মধ্যে লড়াই ছিল প্রায় হাড্ডাহাড্ডি। কিন্তু প্রথম রাউন্ডের পরেই বাদ পড়ে যায় মাদ্রিদ। ইস্তানবুলকে পিছনে ফেলে শেষ হাসি হাসে টোকিও।
২০২০ সালের অলিম্পিক হবে টোকিওতে। বুয়েনস এয়ারসে অলিম্পিক কমিটির সিলমোহর পেয়েছে টোকিও। স্পেনের মাদ্রিদ, তুরস্কের ইস্তানবুল এবং জাপানের টোকিওর মধ্যে লড়াই ছিল প্রায় হাড্ডাহাড্ডি। কিন্তু প্রথম রাউন্ডের পরেই বাদ পড়ে যায় মাদ্রিদ। ইস্তানবুলকে পিছনে ফেলে শেষ হাসি হাসে টোকিও।
২০০২ ফুটবল অলিম্পিক, একটি সামার গেম, দুটি উইন্টার গেম সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত করার রেকর্ড রয়েছে জাপানের। যা নিঃসন্দেহে বাড়তি সুবিধে দিয়েছে টোকিওকে। মার্চ মাসে এই কটি শহর ঘুরে দেখে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কমিশন। টোকিওর গোটা ব্যবস্থাপনাতেই সন্তোষ প্রকাশ করে কমিশন। অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়ে খুশির জোয়ারে ভাসছে টোকিও।