১৯৯২ বিশ্বকাপে সাতটা ম্যাচ খেলে কোন ভারতীয় ক্রিকেটার মাত্র ১ রান করেছিলেন? উত্তর- বেঙ্কটপতি রাজু

Updated By: Feb 22, 2015, 01:54 PM IST

১৯৯২ বিশ্বকাপে সাত ম্যাচে খেলে কোন ভারতীয় ক্রিকেটার মাত্র ১ রান করেছিলেন?
উত্তর- বেঙ্কটপতি রাজু
--------------
১৯৯৯-২০১১ বিশ্বকাপে টানা ৩৪ ম্যাচে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। কোন দেশ অসিদের এই অশ্বমেধের জয়ের ঘোড়াকে থামায়?
উত্তর- পাকিস্তান (২০১১ বিশ্বকাপে কলম্বোয়)

অস্ট্রেলিয়ার জিওফ মার্শ প্রথম ক্রীড়াবিদ হিসাবে ক্রিকেট বিশ্বকাপে খেলোয়াড় ও কোচ হিসাবে কাপ জেতেন।

---------------------------------

বিশ্বকাপে প্রথমবার ডিআরএসের ব্যবহার হয় ২০১১-তে। প্রথমবার ডিআরএস-এর মাধ্যমে আউট হন বাংলাদেশের তামিম ইকবাল। বোলার কে ছিলেন জানেন?-
উত্তর-এস শ্রীসন্ত
----------------
১৯৮৭ বিশ্বকাপে একমাত্র কোন ব্যাটসম্যান দুটি সেঞ্চুরি করেছিলেন।-উত্তর-জিওফ মার্শ
--------------------
কোন টপ অর্ডার ব্যাটসম্যান হাত ঘুরিয়ে তাঁর কেরিয়ারে প্রথম ওয়ান উইকেট পেয়েছিলেন স্ট্যাম্পিংয়ের মাধ্যমে। উত্তর-স্টিফেন ফ্লেমিং
--------------
ভারতের সুনীল ওয়ালসন, অস্ট্রেলিয়ার নাথান হারিৎজের মিল কোথায় জানেন। এরা দুজনেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য, কিন্তু কোনও বিশ্বকাপ ম্যাচে খেলেননি। ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন ওয়ালসন, কিন্তু ৮ ম্যাচের একটাতেও খেলেননি সুনীল। শুধু তাই নয় ওয়ালসন কোনও দিন দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলেননি। অন্যদিকে, ২০০৩ বিশ্বকাপে শেন ওয়ার্নের ডোপ কেলেঙ্কারির জন্য দলে আসা স্পিনার নাথান হারিৎজ দেশের বিশ্বকাপ জয়ে একটা ম্যাচেও খেলেননি।
-------------------
১৯৯২ বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচে ভেস্তে যাওয়ায় সেমিফাইনালে উঠতে সুবিধা হয়ে যায় পাকিস্তানের। বলুন তো সেই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কারা ছিল?-উত্তর-ইংল্যান্ড
----------------------

.