বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এই টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে খেতাব জয়ের কৃতিত্ব দেখাল সরফরাজ-আবেশরা। এদিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ছত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো ষোল রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে মায়াঙ্ক দাগার তিন উইকেট নেন। জবাবে মাত্র তেরো ওভার তিন বল খেলে তিন উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় ভারত। সরফরাজ খান উনষাট রান করে ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচ শেষে সরফরাজ বলেন এই টুর্নামেন্ট তাদের অনূর্ধ উনিশ বিশ্বকাপের আগে মানসিকভাবে এগিয়ে দিল।

Updated By: Nov 29, 2015, 06:48 PM IST
বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত

ব্যুরো: অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। এই টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে খেতাব জয়ের কৃতিত্ব দেখাল সরফরাজ-আবেশরা। এদিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র ছত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো ষোল রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে মায়াঙ্ক দাগার তিন উইকেট নেন। জবাবে মাত্র তেরো ওভার তিন বল খেলে তিন উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় ভারত। সরফরাজ খান উনষাট রান করে ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচ শেষে সরফরাজ বলেন এই টুর্নামেন্ট তাদের অনূর্ধ উনিশ বিশ্বকাপের আগে মানসিকভাবে এগিয়ে দিল।
                            
ত্রিদেশীয় টুর্নামেন্টের সেরা হয়েছেন ভারতের ঋষভ পন্থ।

.