চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু জল্পনায় চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আরও পড়ুন- খারাপ খবর? অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা, চেন্নাই যেন 'শোকের সমুদ্র'
![চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/05/72206-virat.gif)
ব্যুরো: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু জল্পনায় চেন্নাই থেকে সরতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আরও পড়ুন- খারাপ খবর? অর্ধনমিত হল জয়ললিতার দলের পতাকা, চেন্নাই যেন 'শোকের সমুদ্র'
আম্মার শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে সোমবার সকালে হাজার হাজার সমর্থক ভিড় জমায়েছিলেন হাসপাতালে। আম্মার মৃত্যু জল্পনায় শোকের ছায়া নেমে আসে গোটা শহরে। কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। কাতারে কাতারে মানুষ ভিড় জমান হাসপাতালে। পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসন। চেন্নাইয়ের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনিক কর্তারা। সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য পুলিসকে সাহায্য করতে নেমেছে সেনাবাহিনীও। বিসিসিআই অবশ্য এখনও সরকারিভাবে চেন্নাই টেস্ট সরে যাওয়ার কথা ঘোষণা করেনি।