Virat Kohli, ENG vs IND: মরণ বাঁচন ম্যাচের আগে কোহলির 'বিরাট' ইঙ্গিতপূর্ণ বার্তা
চলতি বছর চারটি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৮১ রান করেছেন বিরাট। স্ট্রাইক রেট ১২৮। গড় ২০.২৫। ২০১৯ সাল থেকে ওঁর ব্যাটে শতরান নেই। টানা ব্যর্থ হলেও অবশ্য ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে তাঁকে বাদ দিতে এখনই রাজি নয় বিসিসিআই।
![Virat Kohli, ENG vs IND: মরণ বাঁচন ম্যাচের আগে কোহলির 'বিরাট' ইঙ্গিতপূর্ণ বার্তা Virat Kohli, ENG vs IND: মরণ বাঁচন ম্যাচের আগে কোহলির 'বিরাট' ইঙ্গিতপূর্ণ বার্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/16/382558-viratkohli.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটে রান নেই। শুরু করে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে বারবার খোঁচা দিয়ে আউট হচ্ছেন। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) প্রবল সমালোচনা করছেন। পিছিয়ে নেই থেকে ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad), আকাশ চোপড়ার (Aakash Chopra) মতো 'ব্যাটার'রাও! একাধিক ক্রিকেট পণ্ডিতদের মতে বিরাট কোহলি (Virat Kohli) যদি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শরণাপন্ন হন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে 'কিং কোহলি' কিন্তু নিজের মেজাজেই আছেন। রবিবার ম্যানচেস্টারে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। ঠিক এমন ম্যাচের আগে সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
একটি পাখির দুটি পাখার সামনে বসে রয়েছেন বিরাট। ছবির ক্যাপশনে লেখা আছে, 'দৃষ্টিকোণ'! সেখানে দেখা যাচ্ছে, 'পাখির পালকের ঠিক উপরে লেখা, 'আমি যদি পড়ে যাই...ওহ আমার প্রিয়তম,তুমি যদি উড়ে যাও তাহলে কী হবে।' বিরাটের এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলা বিরাট এই পোস্টের মাধ্যমে সমালোচকদের জবাব দিলেন।
Perspective pic.twitter.com/yrNZ9NVePf
Virat Kohli (@imVkohli) July 16, 2022
প্রাক্তনরা অবশ্য বিরাটের ব্যর্থতা নিয়ে লাগাতার সমালোচনা করলেও, অধিনায়ক রোহিত শর্মা কিন্তু তাঁর সতীর্থের পাশেই রয়েছেন। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পর্যন্ত মনে করেন বিরাটের খারাপ সময় ঠিক কেটে যাবে। রোহিত শর্মা গত দুটি একদিনের ম্যাচের পরে বিরাটের অফ ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হলে বিরক্তি প্রকাশ করেন বিরাট। 'হিটম্যান' বলেছিলেন, 'কিউ হো রাহি হি ইয়ার? মুঝে তো সমাজ মে নাহি আতা ভাই।' অর্থাৎ 'কেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে? বুঝতেই পারছি না।'
চলতি বছর চারটি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৮১ রান করেছেন বিরাট। স্ট্রাইক রেট ১২৮। গড় ২০.২৫। ২০১৯ সাল থেকে ওঁর ব্যাটে শতরান নেই। টানা ব্যর্থ হলেও অবশ্য ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে তাঁকে বাদ দিতে এখনই রাজি নয় বিসিসিআই।
আরও পড়ুন: Virat Kohli : অর্থের ক্ষতির কথা ভেবে কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! কটাক্ষ প্রাক্তন ইংরেজ স্পিনারের
আরও পড়ুন: PV Sindhu: মাত্র ৩১ মিনিটের ঝড়! জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে সিন্ধু