Watch: বাংলাদেশের নায়ক Ebadot Hossain হৃদয় জিতলেন মাইক্রোফোন হাতেও!

ইবাদত হোসেন শুধুই বাংলাদেশের ক্রিকেটার নন, তিনি দেশের বায়ু সেনারও আধিকারিক।

Updated By: Jan 5, 2022, 04:20 PM IST
Watch: বাংলাদেশের নায়ক Ebadot Hossain হৃদয় জিতলেন মাইক্রোফোন হাতেও!
ইবাদত হোসেন

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ জোড়া টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে (New Zealand vs Bangladesh) এসেছে। মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত প্রথম টেস্টেই ইতিহাস লিখেছে পদ্মাপারের দেশ। দ্বিতীয় ইনিংসে জোরে বোলার ইবাদত হোসেনের (Ebadot Hossain) ৬ উইকেটের সৌজন্যে বাংলাদেশ ৮ উইকেটে জিতে ইতিহাস লিখেছে নিউজিল্যান্ডের মাটিতে। ২১ বছরে এই প্রথম নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারাল বাংলাদেশ! ম্যাচে বল হাতে ও ম্যাচের পর মাইক্রোফোন হাতে হৃদয় জিতে নিলেন ইবাদত। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি যা বললেন তা ইতিহাসে থেকে যাবে।
 
ইবাদত বলেন, "নিউজিল্যান্ডের মাটিতে আমাদের ভাইয়েরা বিগত ২১ বছরে জিততে পারেনি। এবার আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। আমরা মুষ্টিবদ্ধ হাত একত্রিত করে বলেছিলাম যে, নিউজিল্য়ান্ডকে ওদের ঘরেই হারাতে হবে। আমাদের পারতেই হবে। নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। আমরা যদি ওদের হারাতে পারি তাহলে আগামীর প্রজন্ম অনুপ্রাণিত হবে তা দেখে।" নিজের বোলিংয়ের প্রসঙ্গে ইবাদত বলেন, "বিগত দুই বছর আমি ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। আমাদের দেশে পাটা পিচে খেলা হয়। আমরা শিখছি কীভাবে বিদেশের মাটিতে বল করতে হয়। আমি স্টাম্পের ওপরে আঘাত হানার পাঠ নিচ্ছি। খানিক ধৈর্য্য ধরলেই সাফল্য আসবে।" 

আরও পড়ুন: NZ vs BAN: নিউজিল্যান্ডে ইতিহাস লিখে বাংলাদেশ গাইল 'আমরা করব জয়'

ইবাদত প্রতিবার উইকেট নেওয়ার পর সেল্যুট করে সেলিব্রেট করেন। কারণ তিনি বাংলাদেশের বায়ু সেনার আধিকারিক। ইবাদত এই প্রসঙ্গে বলেন, "আমি বাংলাদেশের বায়ু সেনার যোদ্ধা। আমি জানি কীভাবে সেল্যুট করতে হয়। আমার গল্পটা অনেক লম্বা। ভলিবল থেকে এখন ক্রিকেট। আমি খেলাটা উপভোগ করছি। বাংলাদেশ ক্রিকেট দল ও বায়ু সেনার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি।" বাংলাদেশ সেই ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে। মাউন্ট মাউনগানুইয়ে টেস্টের আগে তারা সব ফরম্যাটে ৩২টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। ১৬ বারের চেষ্টায় এই জয় এসেছে বাংলাদেশের। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.