পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের দায়িত্বে একজন ভারতীয় কোচ! দাবি ফেডারেশন সচিবের
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলের কোচের দায়িত্বে থেকেছেন বিদেশিরা। এখনও সুনীল ছেত্রীদের হেড কোচের দায়িত্বে ক্রোট কোচ ইগর স্টিমাচ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের দায়িত্বে একজন ভারতীয় কোচ! দাবি ফেডারেশন সচিবের পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের দায়িত্বে একজন ভারতীয় কোচ! দাবি ফেডারেশন সচিবের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/14/261585-coach.jpg)
নিজস্ব প্রতিবেদন: আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থাকবে একজন ভারতীয়ই। এমনই দাবি তুললেন ফেডারেশন সচিব কুশল দাস।
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলের কোচের দায়িত্বে থেকেছেন বিদেশিরা। এখনও সুনীল ছেত্রীদের হেড কোচের দায়িত্বে ক্রোট কোচ ইগর স্টিমাচ। তবে বিবিয়ানো ফার্নান্দেজ, ভেঙ্কটেশরা যুব দলকে যেভাবে তৈরি করছেন তাতে আগামী দিনে সিনিয়র দলেরও কোচ হওয়ার ক্ষমতা রাখেন তাঁরা।
ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে অভিনব পদক্ষেপও নিচ্ছে ফেডারেশন। ১০-১২ জন কোচেদের নিয়ে বিশেষ ট্রেনিং করাতে চায় এআইএফএফ। যার দায়িত্বে থাকবেন ইসাক দোরু, স্যাভিও মেদেইরা-রা। বিদেশে তাঁদের ট্রেনিংয়ের ব্যবস্থাও করতে চায় ফেডারেশন।
আরও পড়ুন - বিদেশিদের ছাড়াই হতে পারে এবারের আই লিগ-আইএসএল!