বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস বদলাতে চান মিশবারা
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে নতুন করে ইতিহাস লিখতে চান পাকিস্তান দলের অধিনায়ক মিশবা-উল-হক। মিশবার মতে এবারের বিশ্বকাপে তাঁদের পারফরম্যান্স দেশকে গর্বিত করবে,
লাহোর: আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে নতুন করে ইতিহাস লিখতে চান পাকিস্তান দলের অধিনায়ক মিশবা-উল-হক। মিশবার মতে এবারের বিশ্বকাপে তাঁদের পারফরম্যান্স দেশকে গর্বিত করবে,
বিশ্বকাপ শুরু হওয়ার একদিন পরেই অ্যাডিলেডে আগামী ১৫ ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্ধী ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সীমান্তে দু'দেশের পারস্পরিক সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গেই এই ম্যাচ নিয়ে বাড়ছে উত্তেজনা। ২২ গজ ছাড়িয়ে এই ম্যাচ নিয়ে উন্মাদনা এখন দু'দেশের অলিতে গলিতে বাসা বাঁধছে।
আজ, লাহোরে এক সাংবাদিক সম্মেলনে মিশবা বলেন ''আমরা এই ম্যাচের গুরুত্ব বুঝি। বিশ্বকাপে ভারতকে হারয়ে ইতিহাসটাই বদলে দিতে চাই আমরা।'' প্রসঙ্গত, বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন আবেগের সঙ্গেই এই ম্যাচ জিততে অঙ্গীকারবদ্ধ তাঁর দল। শুধু এই ম্যাচ নয় গোটা টুর্নামেন্টেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তাঁরা।
১৯৯২-এর পর এ বছরও কাপটা জিততেই তাঁরা ঝাঁপাচ্ছেন বলে জানিয়েছেন মিশবা।