IPL-এ বিদেশি কোচেদের রমরমা! আরও ভারতীয় কোচ দেখতে চান কুম্বলে
আইপিএল-এর আট ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে সাতটি দলের বিদেশি কোচ রয়েছে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্বে অনিল কুম্বলে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IPL-এ বিদেশি কোচেদের রমরমা! আরও ভারতীয় কোচ দেখতে চান কুম্বলে IPL-এ বিদেশি কোচেদের রমরমা! আরও ভারতীয় কোচ দেখতে চান কুম্বলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/09/274216-kumble.jpg)
নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এ বিদেশি কোচেদের রমরমা। তাই আবারও আইপিএল-এ আরও ভারতীয় কোচ দেখতে চান বলে জোরালো সওয়াল করলেন অনিল কুম্বলে। আসলে আইপিএল-এর আট ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে সাতটি দলের বিদেশি কোচ রয়েছে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্বে অনিল কুম্বলে। স্বাভাবিকভাবেই ভারতীয় কোচেদের স্ট্রাটেজি এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ।
কুম্বলের মতে,"আমি আইপিএল এ আরও বেশি করে ভারতীয় কোচদের দেখতে চাই। আইপিএল-এ কিন্তু ভারতীয় কোচদের সক্ষমতার সঠিক বিশ্লেষণ করা হচ্ছে না। সেই প্রতিফলন দেখা যাচ্ছে না। আমি চাই আরও অনেক ভারতীয় ক্রিকেটার আইপিএল-এর দলগুলোর হেড কোচের দায়িত্ব নিক।"
তিনি আরও বলেন, "আট দলের মধ্যে মাত্র একজন ভারতীয় কোচ। ব্যাপারটা কেমন একটা দেখতে লাগে! আমি মনে করি পরবর্তী সময়ে আরও বেশি ভারতীয় কোচদের আইপিএলে দেখতে পাব।"
সেই সঙ্গে নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে বেশ খুশি কোচ কুম্বলে। তাঁর দলের ক্রিকেটাররা সকলেই ছন্দে রয়েছেন বলে জানান তিনি। তবে চূড়ান্ত এগারো বাছাই করা যে বেশ কঠিন কাজ হবে সেই ইঙ্গিত কিন্তু এখন থেকেই দিয়ে রাখলেন কোচ কুম্বলে।
আরও পড়ুন - সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ তে সিংহাসন ধরে রাখল অস্ট্রেলিয়া