ডোপ পরীক্ষায় ব্যর্থ, অলিম্পিকে অনিশ্চিত নরসিংহ যাদব
রিও অলিম্পিক শুরুর দিন দশেক আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। নাডার ডোপ পরীক্ষায় ফেল করলেন কুস্তিগীর নরসিংহ যাদব। জাতীয় অ্যান্টি ডোপিং (নাডা)- ডিরেক্টর প্রধান নভিন আগরওয়াল জানান, নরসিংহের বি স্যাম্পেল পরীক্ষায় স্টেরয়েড মিলেছে। স্যাম্পেল পরীক্ষায় ফল ঘোষণার সময় নরসিংহ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই নরসিংহের রিও অলিম্পিকে যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। কুস্তির ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে লড়ার কথা নরসিংহের।
ওয়েব ডেস্ক: রিও অলিম্পিক শুরুর দিন দশেক আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। নাডার ডোপ পরীক্ষায় ফেল করলেন কুস্তিগীর নরসিংহ যাদব। জাতীয় অ্যান্টি ডোপিং (নাডা)- ডিরেক্টর প্রধান নভিন আগরওয়াল জানান, নরসিংহের বি স্যাম্পেল পরীক্ষায় স্টেরয়েড মিলেছে। স্যাম্পেল পরীক্ষায় ফল ঘোষণার সময় নরসিংহ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই নরসিংহের রিও অলিম্পিকে যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। কুস্তির ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে লড়ার কথা নরসিংহের।
পড়ুন-সুশীল-নরসিংহ বিতর্কের টাইমলাইন
এই নরসিংহকে এবার রিও অলিম্পিকে নিশ্চিত পদকজয়ীদের তালিকায় রাখা হচ্ছে। অলিম্পিকে দু বার পদকজয়ী সুশীল সিংয়ের বদলে নরসিংহকে এবার রিওতে সুযোগ দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। বিতর্কের জল আদালত অবধি গিয়েছিল।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জয়ের সুবাদে অলিম্পিক দলে জায়গা পেয়েছেন নরসিংহ যাদব৷ চোটের কারণে ওই ইভেন্টে নামতে পারেননি দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার৷ নিয়ম অনুসারে, ওই বিভাগে কেবলমাত্র একজনই অলিম্পিকে যেতে পারেন৷
পড়ুন- বিরাটের ডাবল সেঞ্চুরির পর কী বললেন সৌরভ?
সেখান থেকেই সুশীল-নরসিংহ টক্করের সূত্রপাত৷ নরসিংহ যাদবের দাবি ছিল, ৭৪ কেজি বিভাগের কুস্তিতে তিনিই সেরা৷ অন্যদিকে, সুশীল কুমারের দাবি ছিল দু’জনের মধ্যে একটি ট্রায়াল হোক৷ তার ফলাফলের ভিত্তিতেই ঠিক করা হোক, কে যাবে রিওতে৷ সুশীল এই দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থও হয়েছিলেন।