আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান!
যুবরাজ সিংয়ের বিয়েতে কথাটা প্রথম পেরেছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, 'সবার তো বিয়ে হয়েই গেল একে একে। কেউ আর বাকি নেই। বাকি শুধু একজনই। জাহির খান। এখনও সিঙ্গল আছে। এবার কিন্তু সবার নজর জাহির তোমার দিকে।' সেটা শুনেই হোক অথবা তলায় তলায় কাজটা নিজেও শুরু করে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই পেস বোলার।
![আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান! আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/06/72226-zaheerbaire6-12-16.jpg)
ওয়েব ডেস্ক: যুবরাজ সিংয়ের বিয়েতে কথাটা প্রথম পেরেছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, 'সবার তো বিয়ে হয়েই গেল একে একে। কেউ আর বাকি নেই। বাকি শুধু একজনই। জাহির খান। এখনও সিঙ্গল আছে। এবার কিন্তু সবার নজর জাহির তোমার দিকে।' সেটা শুনেই হোক অথবা তলায় তলায় কাজটা নিজেও শুরু করে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই পেস বোলার।
আরও পড়ুন রিল লাইফের সুন্দরী নায়িকা থেকে রিয়েল লাইফে ছ-বার মুখ্যমন্ত্রী!
জোর গুঞ্জন। জাহির খান চুটিয়ে প্রেম করছেন। এবং বলিউড অ্যাকট্রেসকেই! চক দে ইন্ডিয়ার সেই সাগরিকা ঘাটগেকে মনে আছে তো আপনার? সেই সাগরিকা আর জাহিরকে এখন প্রায়ই দেখা যাচ্ছে একসঙ্গে। যুবরাজের বিয়েতেও জাহিরের সঙ্গে ছিলেন সাহরিকা। এখন দেখা যাক, এই মেলা-মেশা, প্রেম, শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে গিয়ে শেষ হয় কিনা!
আরও পড়ুন আম্মার মৃত্যুর দু-ঘণ্টার মধ্যেই তাঁর উত্তরাধিকারী ঠিক করে ফেলল ADMK