১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ২০ বছরের যুবকের!
বৃদ্ধার গোঙানির আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন পরিবারের অন্যরা।
![১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ২০ বছরের যুবকের! ১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ২০ বছরের যুবকের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/24/149503-rape-696x455.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফাঁকা ঘরে ১০০ বছর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদা।
আরও পড়ুন, সাঁতরাগাছি কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ, দায়ের এফআইআর
চাকদার চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদপুর এলাকার বাসিন্দা নির্যাতিতা বৃদ্ধা। অভিযোগ, সোমবার গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢোকে পড়শি যুবক অভিজিত বিশ্বাস। সেইসময় ঘরে ওই বৃদ্ধা একাই ছিলেন। একা ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। ঘুমন্ত বৃদ্ধার উপরই ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত পড়শি যুবক। তারপর ফাঁকা ঘরে ১০০ বছরের বৃদ্ধার উপর যৌন নির্যাতন চালায় ২০ বছরের যুবক।
আরও পড়ুন, হাত-মুখ বেঁধে রাতভর ধর্ষণ ধানক্ষেতে, অচৈতন্য অবস্থায় উদ্ধার নাবালিকা
বৃদ্ধার গোঙানির আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন পরিবারের অন্যরা। বেগতিক দেখে তখন বৃদ্ধার ঘরে চৌকির তলায় লুকিয়ে পড়ে অভিযুক্ত অভিজিত বিশ্বাস। পরে তাঁকে গ্রেফতার করে চাকদা থানার পুলিস। এই ঘটনায় চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা বৃদ্ধার পরিবার।