সাতসকালে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮
একটি রিকশাকে বাঁচাতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।
![সাতসকালে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮ সাতসকালে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/26/165476-1.jpeg)
নিজস্ব প্রতিবেদন : বড়দিনের পরের সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। জানা গিয়েছে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৭ যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী।
আরও পড়ুন, প্রেমে প্রত্যাখ্যান! কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করল যুবক
খড়গপুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে চন্দ্রকোনা থানার খেজুরডাঙা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। তবে মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের নাম পরিচয়ের খোঁজ করছে পুলিস।
আরও পড়ুন, গরুমারায় ফের চোরাশিকারিদের হাতে মৃত্যু গন্ডারের, দেহ উদ্ধার করলেন বনকর্মীরা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রিকশাকে বাঁচাতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিস বাহিনী। আহতরা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।