বাঁকুড়ায় ৪ বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালকের বিরুদ্ধে
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের বুলুর বাঁধ এলাকায়।
![বাঁকুড়ায় ৪ বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালকের বিরুদ্ধে বাঁকুড়ায় ৪ বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ নাবালকের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/06/216998-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ৪ বছরের শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের বুলুর বাঁধ এলাকায়। অভিযোগ, এলাকারই এক ১৭ বছর বয়সী যুবক ওই শিশুর ওপর শারীরিক নির্যাতন চালায়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকাল নাগাদ চকলেট খাওয়ানোর নাম করে ওই শিশু কন্যাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। এরপর এলাকারই একটি বাড়িতে পরিতক্ত বাড়ি শিশুর ওপর শারীরিক নির্যতন চালায় সে। এদিন কোনও রকমে ওই নাবালকের হাত থেকে বেঁচে বাড়িতে পালিয়ে আসে খুদে। ঠাকুমাকে জানায় গোটা ঘটনাটি।
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, ছেলে-বৌমা ও দুই নাতনিকে ঘরে তালাবন্ধ করে আগুন দিল বাবা
প্রৌঢ়া তড়িঘড়ি প্রতিবেশিদের জানালে কিছুক্ষণের মধ্যেই ওই নাবালককে ধরে ফেলেন তাঁরা। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিস গিয়ে নাবালককে বাঁকুড়া সদর থানায় নিয়ে আসে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।