করোনা মোকাবিলায় লকডাউনে পথে এবার রাজ্যের একাধিক পুরসভা

রাজ্যের একাধিক পুরসভা পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের পথে হাঁটল।

Edited By: অধীর রায় | Updated By: Jul 16, 2020, 09:06 PM IST
করোনা মোকাবিলায় লকডাউনে পথে এবার রাজ্যের একাধিক পুরসভা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: যতদিন যাচ্ছে রাজ্যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার বারবার সচেতনতার কথা বললেও বিভিন্ন পুরসভা এলাকাগুলোতে দেখা গিয়েছে ঢিলেঢালা ভাব। তার খেসারতও দিতে হচ্ছে প্রতিনিয়ত। অবস্থা ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাওয়াতে এবার নড়েচড়ে বসেছে পুরসভাগুলো। রাজ্যের একাধিক পুরসভা পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের পথে হাঁটল।

ডানকুনি:
ডানকুনি পুরসভা এলাকায় ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। ডানকুনির  সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু হবে এই লকডাউন। জরুরি পরিষেবা হিসাবে ওষুধের দোকান ও বেবিফুডের দোকান খোলা থাকবে। পাশাপাশি ডানকুনি পুরসভা এলাকায় বেসরকারি কারখানাগুলিতে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে পুর প্রশাসক হাসিনা শবনম ও বিদায়ী ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখ্যার্জি এলাকায় মাইকিং করেন। বাজার বন্ধের পাশাপাশি পুরসভা এলাকায় রাস্তায় চলাচলকারী অটো ও টোটোয় দুজনের বেশি যাত্রী তোলা যাবে না। পুরসভার পাশাপাশি ডানকুনি থানার পুলিস কড়া নজরদারি চালাবে। ব্যাঙ্ক ও পোস্টঅফিস খোলা থাকব। সপ্তাহে সোম, বুধ, শুক্রবার তিনদিন পুরসভা খোলা থাকবে। বাকি তিনদিন পুরসভা বন্ধ থাকবে। দোকান বাজার বন্ধ থাকলেও ভেন্ডার মারফত বাড়ি বাড়ি সব্জি মাছ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

রায়গঞ্জ:
রায়গঞ্জ শহরে পুরোপুরি লকডাউন করতে পথে নামল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। যেসব মানুষ ও ব্যাবসায়ী দোকানদারেরা  লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেড়িয়েছেন বা দোকানপাট খুলেছেন বৃহস্পতিবার তাদের আটকাতেই রায়গঞ্জ শহরের পুর এলাকা অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা। লকডাউন সফল অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ শহর সম্পূর্ণভাবে লকডাউন করার লক্ষ্যে পথে নামল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।   

শিলিগুড়ি:
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড সহ বিভিন্ন বাজার লকডাউন শুরু হয়োছে । কঠোর হতে পরিস্থিতি দমনে মাঠে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিস। শহরের রাজপথ থেকে বিভিন্ন বাজার এলাকা সকাল থেকেই পরিস্থিতি দমনে পুলিস। শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী স্বয়ং মাইক হাতে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছেন।

রানিগঞ্জ:
পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে লকডাউনের সিদ্ধান্তের কথা জানান আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, আসানসোল পুরনিগমের ৮৮ এবং ৮৯ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ লকডাউন থাকবে। বৃহস্পতিবার আসানসোল পুরনিগম এক বৈঠক হয়। সেখানেই লকডাউনের সিদ্ধান্ত হয়। লকডাউন শনিবার থেকে বলবৎ হবে। শনিবার থেকে লকডাউন এর এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে অবগত করার জন্য ইতিমধ্যেই মাইকিং শুরু হয়ে গেছে রানিগঞ্জ এলাকায়।

আরও পড়ুন:৭ দিন সম্পূর্ণ লকডাউন উত্তর দমদম, করোনা আতঙ্কে বন্ধ হল দক্ষিণ দমদম পুরসভাও

বসিরহাট:
করোনা সংক্রমণ রুখতে প্রশাসন নয় এবার সম্পূর্ণ  লকডাউন করছে বসিরহাটের ব্যবসায়ী  নেপথ্যে সমর্থন রয়েছে পুরপ্রশাসনের। শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়ে মাইক প্রচার  করল ব্যাবসায়ী সমিতি। আগামী কাল শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ৬ দিন শহরের সব হাট বাজার বন্ধ থাকবে রসিরহাটে ব্যবসায়ীদের লকডাউনকে সমর্থন করছে এলার মানুষ।

বর্ধমান:
বর্ধমান পৌরসভার ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে গত দু'দিনে একের পর এক কোভিভে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৯ জন। ফলে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় বাঁশের ব্যারিকেড করা হয়েছে। সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় পুলিসের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে লাগাতার। জেলায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃহস্পতিবার বেড়েছে। গতকাল ছিল ৬৯ টি। এদিন তা বেড়ে হয় ৭১। অন্যদিকে বর্ধমান পৌর এলাকাতেও কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। গতকাল ছিল সাত।আর এদিন হয়েছে ৯টি।

.