বোনকে নিয়ে স্কুলে ভর্তি হতে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী, লরির ধাক্কায় পথেই মৃত্যু
স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ঘটনা।
নিজস্ব প্রতিবেদন: বেপরোয়া গতির বলি স্কুলছাত্রী। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ক্লাস ফাইভের এক পড়ুয়ার। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘির ধুমারপাহাড় এলাকায়। গুরুতর আহত হয়েছে বছর পাঁচেকের আরও এক শিশু। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন: শহিদ দিবসে নন্দীগ্রামে মমতার সভা স্থগিত, কেন? কারণ স্পষ্ট করল তৃণমূল
এদিন সকালে বছর পাঁচের শিশুটিকে সাইকেলে সঙ্গে নিয়ে, স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হতে যাচ্ছিল রেশমী খাতুন নামে ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওইসময় মালদার দিক থেকে বহরমপুরগামী একটি সরকারি বাস বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে সাইকেলে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় বাসটি।
আহত দু-জনকে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রেশমী খাতুনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।