সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে!
অভিযোগ উঠেছে শেখ এক্রামুল নামে এক শিক্ষকের বিরুদ্ধে। নিগৃহীত ছাত্রের বয়ান অনুযায়ী, এই শিক্ষক তাকে একা পেয়ে অশালীন আচরণ করেছেন।
![সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে! সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/27/210910-b5510675-c095-455b-8e04-69ef16064ee2.jpg)
নিজস্ব প্রতিবেদন: সপ্তম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ইংরেজবাজারের মিল্কি এলাকায়। আবাসিক ওই স্কুলে ভাঙচুর চালান উত্তেজিত অভিভাবকরা। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক।
অভিযোগ উঠেছে শেখ এক্রামুল নামে এক শিক্ষকের বিরুদ্ধে। নিগৃহীত ছাত্রের বয়ান অনুযায়ী, এই শিক্ষক তাকে একা পেয়ে অশালীন আচরণ করেছেন। এমনকি বিষয়টি কাউকে জানালে ফল খারাপ হবে বলেও হুমকি দিয়েছেন। সপ্তম শ্রেণির ওই ছাত্র ঘটনার পর ভয় পেয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হতেই ক্ষেপে যান অভিভাবকরা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ১ রোগীর মৃত্যু বলে খবর
শুক্রবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিভাবকদের একাংশ স্কুলে ভাঙচুরও চালান। পরে মিল্কি ফাঁড়ির পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক। তাঁর বাড়ি মানিকচকের মথুরাপুর এলাকায়। শিক্ষক তাঁর বাড়িতে লুকিয়ে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে স্কুল কমিটির তরফে বলা হয়েছে, ঘটনাটির সঠিক তদন্ত হবে। অভিযোগ প্রমাণীত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আইন আইনের পথে চলবে।