মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের!
দিনে দিনে ছেলে মনোজ দাসের মানসিক অবস্থার আরও অবনতি হচ্ছিল। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে ঝামেলা হত তাঁর।
![মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের! মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183052-630841-murder-zee-news.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল মানসিক ভারসাম্যহীন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায়। মৃতার নাম কল্পনা দাস।
কুমারগঞ্জ থানার অদূরেই ছেলেকে নিয়ে থাকতেন কল্পনা। দিনমজুরি করে তাঁর সংসার চলত। ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েক বছর তাঁর চিকিত্সাও করানো হয়। কিন্তু পরে অর্থের অভাবে চিকিত্সা বন্ধ করে দেওয়া হয়।
'দেব ৫ বছরে কত বার ঘাটালে এসেছেন? তা বুঝেই ভোট দেবেন' চায়ের কাপে চুমুক দিয়ে বললেন ভারতী ঘোষ
দিনে দিনে ছেলে মনোজ দাসের মানসিক অবস্থার আরও অবনতি হচ্ছিল। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে ঝামেলা হত তাঁর। সোমবার রাতেও ওই বাড়ি থেকে চিত্কার শুনতে পান প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে কল্পনা দাসের আর্তনাদ শুনতে পান তাঁরা। পরে কল্পনাকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
এরপরই সোজা থানায় চলে যায় ছেলে মনোজ। থানায় গিয়ে সে আত্মসমর্পণ করে, বচসার জেরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে সে। কল্পনার মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।