Abhishek Banerjee: নবজোয়ারে এবার 'নন্দীগ্রাম চলো', ২০ কিমি হেঁটে শুভেন্দুর কেন্দ্রে অভিষেক!
জনসংযোগ যাত্রায় পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন অভিষেক। পটাশপুরে জনসভা, কাঁথিতে রোড-শো। এবার নজরে নন্দীগ্রাম।
প্রবীর চক্রবর্তী: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এবার 'নন্দীগ্রাম চলো'র ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবে? আগামিকাল, বৃহস্পতিবার ২০ কিমি পথ হেঁটে নন্দীগ্রামে পৌঁছবেন তিনি। সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকরা। নন্দীগ্রামে শহিদ পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক।
শিয়রে পঞ্চায়েত। কাকে প্রার্থী চান? গোপন ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন সাধারণ মানুষই। জনসংযোগ যাত্রায় পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন অভিষেক। গতকাল মঙ্গলবার পটাশপুরে জনসভার পর, আজ বুধবার কাঁথিতে রোড-শো। এবার নজরে নন্দীগ্রাম।
একুশের বিধানসভা ভোটে প্রথমে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে বিজেপি প্রতীকে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর যেদিন ভোটগণনা হয়, সেদিন কখনও এগিয়ে ছিলেন মমতা, তো কখনও শুভেন্দু। একসময়ে সংবাদ সংস্থা এএনআই দাবি করে, ১২০০-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায়, তৃণমূল নেত্রী জেতেননি। ১৯৫৬ ভোটের ব্যবধানে মমতাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন: Abhishek Banerjee: নবজোয়ারে অভিষেক, নিরাপত্তারক্ষীর ধাক্কা খেলেন মন্ত্রী অখিল গিরি!
এদিকে নন্দীগ্রামে জিতে যখন রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু, তখন ভোটের ফল নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন মমতা। সেই মামলা নিষ্পত্তি হয়নি এখনও। হাইকোর্ট থেকে নন্দীগ্রাম মামলা সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।
শিয়রে এবার পঞ্চায়েত ভোট। নন্দীগ্রামে কী কর্মসূচি অভিষেকের? তৃণমূল সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে চন্ডীপুর থেকে পায়ে হেঁটে নন্দীগ্রামে উদ্দেশে রওনা দেবেন অভিষেক। স্রেফ শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, সেখানে আরও বেশি কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর।