আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

বিহার, ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে। আজকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবারে।

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Mar 14, 2020, 09:23 AM IST
আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন: ভরা বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আজ বিকেলের পর ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলে। তবে দুপুরের পর থেকে মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৩০ থেকে ৯৩ শতাংশ। শহরে বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: বন্দরগুলিতে খুঁটিয়ে স্ক্রিনিং, করোনা মোকাবিলায় তারাতলা-হলদিয়ায় তৈরি আইসোলেশন ওয়ার্ড

পাশাপাশি পশ্চিমী নিম্নচাপের জেরে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে।  বিহার, ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে।
আজকেই ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবারে।

.