তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ'
‘চুপ করে থাকবি। কাউকে কিচ্ছু বলবি না।‘ হুঁশিয়ারিতে মুখ বন্ধ করে রেখেছিল নবম শ্রেণির ছাত্রী।
![তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ' তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/04/119384-birbhum-rape.jpg)
নিজস্ব প্রতিবেদন: নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমের মহম্মদবাজারে। নির্যাতিতা কিশোরী মহম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। অভিযুক্ত তিন যুবকের একজন আটক করেছে পুলিস।
আরও পড়ুন: জামাইয়ের সঙ্গে থাকতেন ষাটোর্ধ্ব বৃদ্ধা! কিন্তু জামাই যা করলেন...
‘চুপ করে থাকবি। কাউকে কিচ্ছু বলবি না।‘ হুঁশিয়ারিতে মুখ বন্ধ করে রেখেছিল নবম শ্রেণির ছাত্রী। কাউকে কিছু না বললেও, আতঙ্কে, ভয়ে অসুস্থ হয়ে পড়েছিল সে। যা নজরে পড়েছিল মায়ের। তবে মাও ভাবেনি তার ছোট্ট মেয়েকে পড়ার পরিচিত ছেলেরা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
আরও পড়ুন: স্বামী প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাত কাটাতেন, ঘরে একা ঘুমোতেন দ্বিতীয় স্ত্রী, তাতেই হল কাল
মহম্মদবাজারে পুরতান বাজারের নবম শ্রেণির ছাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। অভিযোগ, সেদিনই ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় পাড়ারই তিনজন ছেলে। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার মহম্মদবাজার হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ কিশোরীকে। অভিযোগ দায়ের হয়েছে মহম্মদবাজার থানায়। পুলিস একজন অভিযুক্তকে আটক করেছে।