বেসরকারি হোটেলেই শাহ-র হেলিপ্যাড, জটিলতা শেষে প্রেস বিবৃতি রাজ্য বিজেপির
“মালদহের গোল্ডেন পার্ক হোটেলেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানেই হেলিকপ্টার ওঠানামা করবে।"
নিজস্ব প্রতিবেদন: অবশেষে শাহ-র মালদহে হেলিপ্যাড জটিলতা কাটল। অমিত শাহর চপার নামবে মালদার বেসরকারি হোটেলেই। প্রেস বিবৃতিতে জানিয়ে দিল বঙ্গ বিজেপি।
সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির তরফে জানানো হয়, “মালদহের গোল্ডেন পার্ক হোটেলেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানেই হেলিকপ্টার ওঠানামা করবে।"
আরও পড়ুন: শাহ-র হেলিপ্যাডে কোনও বিভ্রান্তি নেই, সব অনুমতি দিয়েছে রাজ্য: মমতা
প্রসঙ্গত, মালদহে অমিত শাহর হেলিপ্যাড নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে বিমানবন্দরে শাহ-র হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি জেলাপ্রশাসন। তাদের যুক্তি, মালদা বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। সেক্ষেত্রে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়। মালদা জেলা বিজেপিকে মালদার অতিরিক্ত জেলাশাসক চিঠি দিয়ে জানিয়েছেন, বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি 'আন সেভ ফর প্যাসেঞ্জার'।
এরপর বিকল্প হিসাবে মালদহের একটি বেসরকারি হোটেলে হেলিপ্যাডের ব্যবস্থা করে পদ্ম শিবির। মালদা থানার নারায়ণপুরে বেসরকারি এই হেলিপ্যাড তৈরি হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেক্ষেত্রেও সেই হোটেল কর্তৃপক্ষ শাহ-র হেলিপ্যাডে ‘না’ বলে দেয়। এবিষয়ে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিজেপি।
এরপর বিষয়টিই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সব অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। অমিত শাহের সভা ঘিরে কোনও বিভ্রান্তি নেই।” মুখ্যমন্ত্রীর দাবি, “তথ্য বিকৃতি করে বিজেপি মিথ্যা প্রচার করছে। অমিত শাহর হেলিকপ্টার নামা নিয়ে কোনও জটিলতা তৈরি হয়নি। নিরাপত্তার কারণে হয়তো অন্যত্র হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহ-র সবকটি সভার সব দিক খতিয়ে দেখে অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ”