সফল এনজিওপ্লাস্টির পর ওয়ার্ডে রাখা হয়েছে অশোক ভট্টাচার্যকে, জানাল হাসপাতাল
গত রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি হন অশোকবাবু। পরীক্ষায় জানা যায় তাঁর হৃদযন্ত্রে ৮৫ শতাংশ ব্লক করেছে। দ্রুত তাঁকে এনজিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
![সফল এনজিওপ্লাস্টির পর ওয়ার্ডে রাখা হয়েছে অশোক ভট্টাচার্যকে, জানাল হাসপাতাল সফল এনজিওপ্লাস্টির পর ওয়ার্ডে রাখা হয়েছে অশোক ভট্টাচার্যকে, জানাল হাসপাতাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/28/206133-xxvsdvncjdnc.jpg)
নিজস্ব প্রতিবেদন: অস্ত্রোপচারের পর ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বুধবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে কলকাতার ইএম বাইপাসের পাশের বেসরকারি হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।
গত রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি হন অশোকবাবু। পরীক্ষায় জানা যায় তাঁর হৃদযন্ত্রে ৮৫ শতাংশ ব্লক করেছে। দ্রুত তাঁকে এনজিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মতো সোমবার রাতে ট্রেনে কলকাতা আসেন অশোকবাবু। ভর্তি হন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই এনজিওপ্লাস্টি হয়েছে তাঁর।
বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাইছে বিজেপি, অভিযোগ মমতার
চিকিৎসকরা জানিয়েছেন, অশোকবাবু দ্রুত সেরে উঠছেন। তাঁকে অস্ত্রোপচারের পর তাঁকে ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের দল তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রেখেছেন।
পরিবার সূত্রের খবর, হাসপাতালের আট তলায় একটি কেবিনে রয়েছেন অশোকবাবু। বিশ্রাম নিচ্ছেন তিনি। সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরনোর সময় সুজন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ছুটি।