বারাসাত লোকালে প্রকাশ্যে মদ্য়পান, দেখুন ভাইরাল ভিডিয়ো
আর এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে স্যোশাল সাইটে। যা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে।
![বারাসাত লোকালে প্রকাশ্যে মদ্য়পান, দেখুন ভাইরাল ভিডিয়ো বারাসাত লোকালে প্রকাশ্যে মদ্য়পান, দেখুন ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/12/239078-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ট্রেন চলছে, দুই পুরুষ যাত্রী একজন আরেকজনকে মদের বোতল এগিয়ে দিচিছেন, সঙ্গে স্ন্যাকসও রয়েছে। চলছে খোসমেজাজে গল্প। আর এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে স্যোশাল সাইটে। যা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে।
আরও পড়ুন: রোদ্দুর রায়কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথে নামলেন শিক্ষকরা
ট্রেনে যেতে আসতে আখচার বিভিন্ন ঘটনা চোখে পড়ে। তবে এবার যা ঘটল তাতে কার্যত অশনী সংকেত দেখছেন যাত্রীরা। পশ্চিনবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। জন পরিবহনে প্রকাশ্যে মদ্য়পানের এই দৃশ্যে কার্যত চোক কপালে উঠেছে সকলের। এ দিন বারাসাত লোকালের এক যাত্রী এই ঘটনার একটি ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আরও পড়ুন: 'এটা ব্য়ক্তিগত ব্যাপার...' শোভন সম্পর্কে স্পষ্ট জবাব সুব্রতর
ভিডিয়োটি শেয়ার করে তিনি জানিয়েছেন, গত রবিবার রাত ৯টা নাগাদ বারাসত লোকালটি দমদমে ঢোকার সময়েই এক ব্যক্তি ব্যাগ থেকে মদের বোতল বের করে। কামরা ভর্তি যাত্রীদের সামনেই তা পান করতে শুরু করেন। এবং তাতেই নিন্দা করেছেন অন্য়েরা। যদিও ভিডিয়োতে কোনও যাত্রীকেই কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি