হেনস্থা! পুলিসের বিরুদ্ধে পালটা এফআইআর বাবুলের
আসানসোলে যাওয়ার পথে রাস্তায় বাবুল সুপ্রিয়র গাড়ি আটকায় পুলিস।
নিজস্ব প্রতিবেদন : ডিউটিরত পুলিসকর্মীর সঙ্গে ধস্তাধস্তি ও আসানসোলে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিস। অন্যদিকে আসানসোলের ঘটনায় এবার পালটা পুলিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছে পুলিস। এই অভিযোগেই পুলিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বাবুল।
আরও পড়ুন, 'রকের ভাষায় কথা', নাম না করে বাবুলকে কটাক্ষ পার্থর
Had registered an FIR against the police personnel who assaulted me: Union Minister Babul Supriyo on FIR registered against him for violating Sec 144 in Asansol and FIR against him for assaulting a police personnel pic.twitter.com/HAy3sj7k38
— ANI (@ANI) March 29, 2018
এদিন আসানসোলে যাওয়ার চেষ্টা করেন বাবুল সুপ্রিয়। কিন্তু রাস্তাতেই তাঁর গাড়ি আটকায় পুলিস। এরপরই পুলিসের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় স্থানীয় সাংসদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়তে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। পুলিস তাঁকে বিনা কারণে আসানসোলে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বাবুল। পরে মাঝ রাস্তা থেকেই ফিরে আসেন তিনি। আরও পড়ুন, আসানসোলে যেতে বাধা বাবুল-লকেটকে; পথে আটকাল পুলিস