মারধরের পর মৃত ভেবে অটোচালককে রাস্তায় ফেলে পালাল দুষ্কৃতীরা!
অশ্বেশ্বর সর্দার নামে ওই ব্যক্তি ক্যানিংয়ে পুলিস ফাঁড়ির অটো চালান।
![মারধরের পর মৃত ভেবে অটোচালককে রাস্তায় ফেলে পালাল দুষ্কৃতীরা! মারধরের পর মৃত ভেবে অটোচালককে রাস্তায় ফেলে পালাল দুষ্কৃতীরা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/09/153737-auto.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। প্রায় অচৈতন্য। মুখ দিয়ে শুধু বেরোচ্ছে গোঙানির আওয়াজ। পাশেই রয়েছে একটি অটো। ঠাকুর দেখে ফেরার পথে এই দৃশ্য থেকে প্রথমে হকচকিয়ে যান কয়েকজন যুবক। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে জানা যায়, পুলিস ফাঁড়িতে অটো চালান ওই ব্যক্তি। কে বা কারা করল এই কাজ? ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাদুর টাকি গ্রামে।
আরও পড়ুন: কানে আসছিল ফিসফিসানি, বেহালায় মন্দিরে পুরোহিতকে যুবতীর সঙ্গে যে অবস্থায় দেখলেন স্থানীয়রা!
জানা গিয়েছে, অশ্বেশ্বর সর্দার নামে ওই ব্যক্তি ক্যানিংয়ে পুলিস ফাঁড়ির অটো চালান। দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতে তাকে বেধড়ক মারধর করেছে। পরে প্রায় মৃতপ্রায় অবস্থায় তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায় তারা। রাতে সেই রাস্তা দিয়ে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন কয়েকজন যুবক। সেই সময় রাস্তায় পরে থাকা ওই ব্যক্তিকে দেখে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, কেনই বা তাঁকে মারধর করা হল, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: দিওয়ালির রাতে ব্যাগ থেকে বার করলেন তুবড়ি, আচমকাই নাক দিয়ে বেরোল রক্ত, তারপর...