সোমবার নয়, কবে থেকে খুলছে ব্যান্ডেল চার্চ?

৮ জুন থেকে খোলা হবে চার্চ।

Updated By: May 31, 2020, 04:50 PM IST
সোমবার নয়, কবে থেকে খুলছে ব্যান্ডেল চার্চ?

নিজস্ব প্রতিবেদন:  সরকারি নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ। তবে পয়লা জুন সোমবারের পরিবর্তে ৮ জুন থেকে খোলা হবে চার্চ। চার্চে মেরামতির কাজ চলছে, তাই কিছুদিন সময় লাগবে বলে জানান আর্চ বিশপ টমাস ডিসুজা।
চার্চের ফাদার ফ্রান্সিস জানান,
শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা।
এক সঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।
তবে সাধারন দর্শনার্থীদের জন্য চার্চে প্রবেশ আপাতত নিষেধ।
পরে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে।

করোনা তো ছিল, দোসর বিরল কাওয়াসাকি রোগ! অসম লড়াইয়ে জিতে বাড়ি ফিরল তারকেশ্বরের চার মাসের শিশু
ফাদার জানান, "করোনা আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। সকলেই যেন সুস্থ হয়ে ওঠেন।"
অন্যদিকে, সাহাগঞ্জের গরিব আলমবাগে জামে মসজিদ খুলছে সোমবার থেকেই। তবে নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে নমাজ পাঠের নিয়ম।
মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, অজু করার সময় সাবান দিয়ে হাত ধোয়া, নামাজ শেষে হাত না মেলানোর মত নির্দেশ দেওয়া হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে। এতদিন বাড়িতেই নমাজ পাঠ চলছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবার মসজিদে নমাজ পড়া যাবে। তবে একসঙ্গে দশজনের বেশি নয়।

.