শুভেন্দুর ইস্তফাকে সমর্থন; নিজেও বিক্ষুব্ধ, জানালেন বাণী সিংহরায়

Updated By: Dec 16, 2020, 07:59 PM IST
শুভেন্দুর ইস্তফাকে সমর্থন; নিজেও বিক্ষুব্ধ, জানালেন বাণী সিংহরায়

নিজস্ব প্রতিবেদন: বিধানসভায় শুভেন্দুর ইস্তফাপত্র জমা পড়ার পর থেকেই রাজ্যরাজনীতির হাওয়া গরম হয়ে গিয়েছে। শুভেন্দুর পক্ষে-বিপক্ষে নানা মত হাওয়ায় ভাসছে। এমতাবস্থায় হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহরায় শুভেন্দুকে সমর্থন করে কার্যত নিজের বিদ্রোহী মনোভাবের পরিচয় দিয়ে রাখলেন।   

দলের অবস্থা ভালো নয়, আগামী দিনে কী হবে, ভোটের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে কিনা, তা বলা খুব মুশকিল। এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি বাণী সিংহরায়। 

বাণী বলেন, 'ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি নজর দেননি। দলের কর্মীদের কথা ভাবেননি। পার্টি করতেই ভুলে গিয়েছেন। শুধুমাত্র সরকারি কাজ করেছেন।' শুধু তাই নয়, আরও জানান বাণী, এ রাজ্যে মন্ত্রীদের পদ থাকলেও কোনো ক্ষমতা নেই। কাজ করার সুযোগ নেই। 

বাণী মমতাকে কটাক্ষ করে বলেন, সব দপ্তর কি একা নেওয়া যায়? সব ক্যাবিনেট মিনিস্টারদের কাজের পূর্ণ সুযোগ দেওয়া উচিত ছিল। 

শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়েও স্পষ্ট মত জ্ঞাপন করেন বাণী। বলেন, 'এটা সঠিক সিদ্ধান্ত। এ ছাড়া কোনো উপায় ছিল না। অনেকে দল ছেড়েছেন। আরো অনেকেই ছাড়ার অপেক্ষায়। 

নিজের বিষয়ে বাণী জানান, তিনি এখনও দলেই আছেন। দলের বিরুদ্ধে সমালোচনা করছেন। দল শুনলে ভালো, না হলে অন্য কিছু ভাববেন। এ কথা বলে পরোক্ষভাবে দল ছাড়ার ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি।

বাণীর এই বক্তব্য প্রসঙ্গে জেলা স্তরে কোনো তৃণমূল নেতা সরকারি ভাবে কিছু বলতে চাননি। তবে কেউ কেউ জানান, মেয়র পারিষদ থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সেই কারণেই আক্রোশবশত এ সব বলছেন।

ALSO READ: আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিস: রাজ্যপালকে অভিযোগ শুভেন্দুর, টুইট রাজ্যপালের

.