বাঁকুড়া শহরে বেআইনি দখলদার হটাতে উচ্ছেদ অভিযান প্রশাসনের
বাঁকুড়া শহরে বেআইনি দখলদার হটাতে উচ্ছেদ অভিযান প্রশাসনের। স্কুলডাঙা, বাজার ও লালবাজার এলাকায় রাস্তার ধারের অবৈধ নির্মাণ ভাঙার জন্য আগেই নোটিস জারি করে প্রশাসন। গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে অনেকেই প্রশাসনের নির্দেশ মানেননি।
![বাঁকুড়া শহরে বেআইনি দখলদার হটাতে উচ্ছেদ অভিযান প্রশাসনের বাঁকুড়া শহরে বেআইনি দখলদার হটাতে উচ্ছেদ অভিযান প্রশাসনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/10/85286-20131118223555.jpg)
ওয়েব ডেস্ক : বাঁকুড়া শহরে বেআইনি দখলদার হটাতে উচ্ছেদ অভিযান প্রশাসনের। স্কুলডাঙা, বাজার ও লালবাজার এলাকায় রাস্তার ধারের অবৈধ নির্মাণ ভাঙার জন্য আগেই নোটিস জারি করে প্রশাসন। গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে অনেকেই প্রশাসনের নির্দেশ মানেননি।
তার পরেই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। বাঁকুড়া সদরের SDO অসীম কুমার বালার নেতৃত্বে শুরু হয় অভিযান। রীতিমতো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকানদার। এর আগে কয়েক দফায় বাঁকুড়ার সতীঘাট, মাচানতলা, ভৈরবস্থান মোড়ে দখলদার উচ্ছেদ করেছে প্রশাসন।
আরও পড়ুন, বাংলাদেশে পাচার হওয়ার পথে উদ্ধার কয়েক কোটি টাকার সাপের বিষ