ক্রিসমাসের ছুটি উপলক্ষে দিঘায় বিচ কার্নিভাল, উপচে পড়ছে ভিড়
সকাল আর বিকেল-দুবার করে মোট চারবার ছাড়ছে হেলিকপ্টার। সারাদিনে ছ'জন করে উড়তে পারবেন মোট ২৪ জন যাত্রী।
নিজস্ব প্রতিবেদন : গোয়াকে কি টেক্কা দিল দিঘা? ক্রিসমাসের ছুটি উপলক্ষে এখন দিঘার থিকথিকে ভিড় আর বিচ কার্নিভালের রং তুলে দিল সেই প্রশ্ন। লক্ষাধিক পর্যটক সমস্বরে বললেন, আসছে বছর আবার হবে।
সকাল আর বিকেল-দুবার করে মোট চারবার ছাড়ছে হেলিকপ্টার। সারাদিনে ছ'জন করে উড়তে পারবেন মোট ২৪ জন যাত্রী। তবে ২৬ তারিখ পর্যন্ত নো চান্স। পুরো শো হাউসফুল। থুড়ি দিঘা এখন হাউসফুল।
সন্ধ্যায় কার্নিভালের চমক তো থাকছেই। সঙ্গে ওয়াটার স্কুটার, স্পিড বোট, হর্স রাইড। জেলা প্রশাসন বলছে, দিঘায় এখন পর্যটক সংখ্যা দু লক্ষ। দেড় লক্ষ লোক ক্রিসমাস কাটাবেন সমুদ্রসৈকতে।
আরও পড়ুন- রাত পোহালেই বড়দিন, গোটা বিশ্বের সঙ্গে সেজে উঠেছে দার্জিলিং