মুম্বইতে জলে ডুবে মৃত্যু বাঙালি ক্যান্সার গবেষকের

হুগলীর মানুকুণ্ডুর স্টেশন রোডের বাসিন্দা সৌম্যজিত্ গত ৫ বছর ধরে মুম্বইয়ের নভি নগর এলাকায় থাকতেন

Updated By: Jan 28, 2018, 02:26 PM IST
মুম্বইতে জলে ডুবে মৃত্যু বাঙালি ক্যান্সার গবেষকের

নিজস্ব প্রতিবেদন : মুম্বইতে লেকে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বাঙালি গবেষকের। মৃতের নাম সৌম্যজিত্ সাহা। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারে ক্যান্সার নিয়ে গবেষণারত ছিলেন সৌম্যজত্।

শনিবার তিন বন্ধুর সঙ্গে কোলাবা থেকে ২০০ কিলোমিটার দূরে ধূম ড্যামে বাইক নিয়ে ঘুরতে যান সৌম্যজিত্। সেখানেই স্নান করতে নেমে তলিয়ে যান সৌম্যজিত্। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন এক বন্ধু অবনীশ শ্রীবাস্তব। লেকের জলে তলিয়ে যান তিনিও। বাকি দুই বন্ধু তখন স্থানীয় বাসিন্দা ও পুলিসে খবর দেয়। শুরু হয় উদ্ধারকাজ। রবিবার সৌম্যজিতের দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন, সম্পত্তি হাতাতে অসুস্থ দিদিকে লাথি, গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ল বোন (ভয়ঙ্কর ভিডিও)

হুগলীর মানুকুণ্ডুর স্টেশন রোডের বাসিন্দা সৌম্যজিত্ গত ৫ বছর ধরে মুম্বইয়ের নভি নগর এলাকায় থাকতেন। তাঁর গবেষণা সম্পূর্ণ হতে আর একবছরই বাকি ছিল। গবেষণা সম্পূর্ণ হওয়ার পর আমেরিকা চলে যাওয়ার কথা ছিল সৌম্যজিতের। এলাকার কৃতী ছাত্রের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ মানকুণ্ডু।

.