ভেজাল খাবার থেকে মুক্তি, দিশা দেখাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্গানিক সিড
![ভেজাল খাবার থেকে মুক্তি, দিশা দেখাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্গানিক সিড ভেজাল খাবার থেকে মুক্তি, দিশা দেখাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্গানিক সিড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/27/91974-organicseed.jpg)
ওয়েব ডেস্ক : বারবার অসুস্থ হয়ে পড়ছেন।যা খাচ্ছেন হজম হচ্ছেনা কিছুই? চিকিতসকরা বলছেন , ভেজাল খাবারই বিপদ ডেকে আনছে আপনার শরীরে। তবে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলতে চলেছে খুব শিগগিরই। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়া আবিষ্কার জৈব বীজ বা অগার্নিক সিড।
২০১০ থেকে এক টানা গবেষণার পর এবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়া আবিষ্কার জৈব বীজ। হারিয়ে যাওয়া তিন প্রজাতির চাল গোবিন্দভোগ, রাধাতিলক, রাঁধুনি পাগল দিয়েই শুরু হয়েছিল গবেষণা। এক টানা সাতবছর পর জুলাই মাসে সাফল্যের মুখ দেখেছে এই গবেষণা। এমনকি সংসদেও প্রশংসা পেয়েছে রাজ্য। মিলেছে বিদেশে রপ্তানির ছাড়পত্রও।
গবেষণাতেই থেমে থাকেনি বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের ট্রেনিংও। ক্যানিংয়ে এই গবেষণা সাফল্যের মুখ দেখার পরই রাজ্য সরকার চাইছে বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়ুক এই কনসেপ্ট। এবার দেখে নেওয়া যাক, জৈব বীজ দিয়ে যাঁরা চাষ করবেন, তাঁরা কী করবেন এবং কী করবেন না।
কী করবেন
১. জৈব সারই ব্যবহার করতে হবে
২. নীম, কড়ঞ্জা, হলুদ,পঞ্চগোব্য, কীটনাশক হিসাবে ব্যবহার করুন
৩.সিম্ব জাতীয় চাষ করতেই হবে
৪.গবাদী পশু পালন করুন
কী করবেন না
১. কোনওভাবেই কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা চলবে না
২.ভুর্গভস্থ জল ব্যবহার করা চলবে না।
আরও পড়ুন, সুসম্পর্কের জন্য চাই 'কাডলিং'