Birbhum: ডাইনি অপবাদে মারধর, বীরভূমে মৃত দম্পতি

স্থানীয় সূত্রে খবর, নপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশেপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু আদিবাসী মানুষ এই মৃত স্বামী এবং স্ত্রীকে ডাইনি অপবাদ দেয়। এরপরেই শনিবার সকালে তাদেরকে পিটিয়ে হত্যা করে এরা।

Updated By: Mar 26, 2023, 09:52 AM IST
Birbhum: ডাইনি অপবাদে মারধর, বীরভূমে মৃত দম্পতি
প্রতীকী ছবি

প্রসেনজিৎ মালাকার: ফের কুসংস্কার এর চিহ্ন বীরভূম জেলায়। এবার ডাইনি সন্দেহে স্বামী এবং স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠলো গ্রামের মোড়ল সহ তার লোকজনদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুরের ভ্ৰমরকল গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামে। মৃতদের নাম পান্ডু হেমব্রম ও পার্বতী হেমব্রম। এই দুই জন সম্পর্কে স্বামী এবং স্ত্রী। গ্রামবাসীদের ও মৃতদের পরিবারের অভিযোগ যে, এই দুই জনকে শনিবার সকালে ডাইনি অপবাদে গ্রামের মোড়ল ও তাদের লোকজনরা বেধরক মারধর করে। এরপর তাদের ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তাদের মৃত্যু হয়। শনিবার রাত্রে তাঁদের দেহ গ্রামে আনা হলে গ্রামবাসী ও পরিবারের আত্মীয়রা মৃতদেহ সৎকার করতে বাধা দেয়। এরপরই অভিযুক্ত মোড়লকে আটক করে নিয়ে যায় পুলিস।

আরও পড়ুন: Kultali: খাবারে বিষক্রিয়া; কুলতলিতে অসুস্থ শতাধিক, মৃত ১

স্থানীয় সূত্রে খবর, নপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশেপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু আদিবাসী মানুষ এই মৃত স্বামী এবং স্ত্রীকে ডাইনি অপবাদ দেয়। এরপরেই শনিবার সকালে তাদেরকে পিটিয়ে হত্যা করে এরা।

আরও পড়ুন: Moloy Ghatak, ED: কয়লাকাণ্ডে ফের দিল্লিতে তলব ইডি-র, কী বললেন আইনমন্ত্রী?

এই ঘটনায় এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার এই নপাড়া গ্রামের পাশের একটি শশ্মানে দেহ সৎকারের কাজ করতে গেলে পরিবারের আত্মীয়রা বাধা দেয়। এরপরেই পুলিসকে খবর দেওয়া হলে সাঁইথিয়া থানার পুলিস অভিযুক্ত মোড়ল রুবাই বেসরাকে আটক করে নিয়ে যায়।

বীরভূম জেলা পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘আমরা ইতিমধ্যেই মোড়লকে গ্রেফতার করেছি। ঘটনার তদন্ত করছি। আর প্রাথমিক ভাবে মনে হচ্ছে মারধরের কারণেই মৃত্যু হয়েছে। তবে ডাইনি সন্দেহেই এই ঘটনা কি না তা জানার জন্য আমরা তদন্ত করছি।‘

তিনি আরও বলেছেন, যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তাতে কোনও ডাইনি অপবাদের কথা উল্লেখ করা হয়নি।। তবে পিটিয়ে হত্যা করার কথা লেখা হয়েছে। বাকি দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.