Kultali: খাবারে বিষক্রিয়া; কুলতলিতে অসুস্থ শতাধিক, মৃত ১
কুলতুলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান মোট ১৫০ জন অসুস্থকে নিয়ে আসা হয়েছিল ৷ এরমধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে ৷ ৩০ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৷ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ৷
তথাগত চক্রবর্তী: খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ শতাধিক ৷ মৃত্যু হয়েছে একজনের৷ ঘটনাটি ঘটেছে কুলতুলি ব্লকের পাখিরালা গ্রামে ৷ মৃতের নাম হাফিজা সর্দার। তাঁর বয়স ১১ বছর ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গ্রামবাসী ও প্রশাসন সুত্রে জানা গিয়েছে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ সেখানেই সবাই খাওয়া-দাওয়া করে ৷ তারপর ভোররাত থেকে শুরু হয় শরীর খারাপ। অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গেই অসুস্থদের কয়েকজনকে স্থানীয় ডাক্তারের কাছে আর অধিকাংশ জনকে নিয়ে আসা হয় কুলতুলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৷
কুলতুলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান মোট ১৫০ জন অসুস্থকে নিয়ে আসা হয়েছিল ৷ এরমধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে ৷ ৩০ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৷ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন: Moloy Ghatak, ED: কয়লাকাণ্ডে ফের দিল্লিতে তলব ইডি-র, কী বললেন আইনমন্ত্রী?
এলাকার বাসিন্দা ইমদাদুল্লা শেখ ও হায়দার মোল্লা জানান ভোররাত থেকেই এলাকার বহু মানুষের শারীরিক সমস্যা দেখা দেয় ৷ আরেক বাসিন্দা মঞ্জিলা মোল্লা জানান শিশুদের মল ও বমি হয়। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ধরনের সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল ৷
এইরকম একটা পরিস্থিতিতে হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ তাদের অভিযোগ পর্য়াপ্ত পরিকাঠামো নেই ৷ এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান তাদের ৩০ বেডের হাসপাতাল ৷ পরিকাঠামো অনুযায়ী তারা সবার চিকিৎসার ব্যবস্থা করছেন ৷ অনেককেই নিমপীঠ ও পদ্মেরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রশাসন সুত্রে খবর ৷
আরও পড়ুন: Jyotipriya Mallick: 'সিপিএমকে সামাজিকভাবে বয়কটের স্লোগান আজও প্রযোজ্য'
মৃত হাফিজা সর্দারের আত্মীয় মহম্মদ কুমার আলি সর্দার ও আবু বক্কর সর্দার জানান ভোররাত থেকে হাফিজার শরীর খারাপ শুরু হয় ৷ তারা প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান ৷ শারীরিক অবস্থার অবনতি হলে বারুইপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ৷ হাফজার দেহ আপাতত মর্গে রাখা হয়েছে ৷
রবিবার দেহের ময়নাতদন্ত করা হবে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কুলতুলির বিধায়ক গনেশ মন্ডল ৷ তিনি জানান এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে।