মৃত্যু নিয়ে রাজনীতি করছে BJP, নিজেদের শটগানেই মৃত্যু ব্যক্তির: সুব্রত মুখোপাধ্যায়
কৃষকদের ডাকা ভারত বনধ, উত্তরবঙ্গের বিজেপি কর্মী মৃত্যু-সহ একাধিক ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুব্রত মুখোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: 'সবদিক বিবেচনা করে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি পুলিসের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি।' বিজেপি কর্মীর মৃত্যুর ইস্যুতে মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন সুব্রত মুখোপাধ্যায়। কৃষকদের ডাকা ভারত বনধ, উত্তরবঙ্গের বিজেপি কর্মী মৃত্যু-সহ একাধিক ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুব্রত মুখোপাধ্যায়।
এ দিন কী বললেন তিনি, রইল এক ঝলকে।
* পুলিসের গুলিতে মারা যায়নি। নিজেদের বন্দুকের গুলিতেই মৃত্যু ওই ব্যক্তির। ওই ব্যক্তি নিজেও শটগান নিয়ে ছিলেন।
* ওইদিন বিজেপি প্রথম থেকেই প্ররোচিত করছিল পুলিসকে। হাজারও প্ররোচনা সত্বেও গুলি করা হয়নি।
* লাঠি উঁচিয়ে তাড়া করেছেন মাত্র। এর বেশি আর কিছুই হয়নি। আমরা বারবার দেখেছি পুলিসের কোনও ভুল ছিল কিনা। পুলিস মার খেয়েও লাঠি চালায়নি।
* মৃত্যু নিয়ে রাজনীতি আগে সিপিএম করত। আজ লক্ষ্য করছি ক্ষমতার লোভে বিজেপি পাগল হয়ে গিয়েছে।
* দিল্লি র থেকে বড় ক্ষমতা বাংলা হয়ে গেছে বিজেপির কাছে। আমরা সকলে সচেতন। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।
* উত্তরবঙ্গে যা হচ্ছে তা সত্য নয়। অসত্য প্রচার করে ধর্মঘট ডেকেছেন
* আমরা সবদিক বিবেচনা করে সুনিশ্চিত পুলিস গুলি চালায়নি। নিজেদের আনা শটগানেই মৃত্যু ব্যক্তির।
কৃষক আন্দোলন নিয়েও এদিন মন্তব্য় করেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন
*বনধ সমর্থন করি না। কিন্তু কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছি। পাশে আছি আমরা।
* বনধ শান্তিপূর্ণ ভাবে হচ্ছে।
* আন্দোলনকে সমর্থন করে আজ থেকে পরপর তিনদিন মিছিল হবে গান্ধীর মূর্তির পাদদেশে জমায়েত হবে। * অনেক কৃষকভাই এসেছে। এই আন্দোলনের জয় হবেই। কৃষক আন্দোলনের বার্তা দিতে ব্লকে ব্লকে আন্দোলন হবে।
যদিও মহুয়া মিত্রের মন্তব্য নিয়ে এদিন সুব্রত মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি।