মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে 'ভাইরাল' সোশ্যালে, অভিযুক্ত মালদার বিজেপি পঞ্চায়েত প্রধান
একটি ছবি বিকৃত করে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়।
![মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে 'ভাইরাল' সোশ্যালে, অভিযুক্ত মালদার বিজেপি পঞ্চায়েত প্রধান মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে 'ভাইরাল' সোশ্যালে, অভিযুক্ত মালদার বিজেপি পঞ্চায়েত প্রধান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/03/203006-mamatabjp.jpg)
নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করার অভিযোগ উঠল বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুর গ্রামে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্ত বিজেপি প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূলের তরফে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীর পোস্টার, ব্যানার বিকৃত করা হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বিকৃত করে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি রজক ও তাঁর স্বামী তরুণ রজকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, এই ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।
আরও পড়ুন, খাস কলকাতায় স্পা-এর আড়ালে রমরম করে চলছিল মধুচক্র, ধৃত ৫
যদিও অভিযোগ অস্বীকার করেছেন মাম্পি রজক। তাঁর সাফ দাবি, তিনি এই কাজ করেননি। কেউ ইচ্ছে করে ষড়যন্ত্র করে বিজেপিকে দুর্নাম করার চেষ্টা করছে। এদিকে ছবিটি অবশ্য বিজেপির সোশ্যাল সাইট থেকেই ছড়িয়েছে।