বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চাকদহে, ঘটনাস্থলেই মৃত্যু
সন্তুর খুনির গ্রেফতারের দাবিতে চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ
![বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চাকদহে, ঘটনাস্থলেই মৃত্যু বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চাকদহে, ঘটনাস্থলেই মৃত্যু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/25/194385-2020202.jpg)
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গন্ডগোল। কেশপুর, কাঁকিনাড়া, সিতাইয়ের পর এবার চাকদহ। শুক্রবার রাতে চাকদহে গুলিতে খুন হলেন এক বিজেপি কর্মী।
আরও পড়ুন-আডবাণী-জোশী থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্, একনজরে মোদীর দিনভরের কর্মসূচি
এদিন রাতে ঘটনাটি ঘটে চাকদহের গৌড়পাড়া তপবন স্কুলের কাছে। এলাকাবাসীদের অভিযোগ, রাতে বন্ধুদের সঙ্গে মাঠে গল্প করতে যাচ্ছিল বছর বাইশের সন্তু ঘোষ। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি লাগে গলায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সন্তু ঘোষ। ভোটেও বিজেপির হয়ে খাটাখাটনি করেছিলেন। এলাকাবাসীদের অভিযোগ বিজেপির হয়ে প্রচার করার জন্যই সন্তুর ওপরে হামলা হল।
আরও পড়ুন-অমিতের কৌশলে বিজেপিতে এসে তৃণমূলকে ডোবালেন মুকুল রায়
ঘটনার তদন্ত নেমেছে পুলিস। সন্তুর খুনির গ্রেফতারের দাবিতে চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ।